বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ;মোরেলগঞ্জ, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলা বাজারে পূর্বশত্রুতার জের ধরে আনসার সদস্য মোঃ শফিকুল ইসলাম জয় (৩৮)-কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম জয় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের কার্যালয়ে আনসার সদস্য হিসেবে কর্মরত। ছুটিতে বাড়ি এসে তিনি এই সন্ত্রাসী হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা বাজারের ইট-বালু-সিমেন্ট ব্যবসায়ী মোশারফ হাওলাদারের ছেলে রশিদ হালদার পূর্বের শত্রুতার জের ধরে দলবল নিয়ে শফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে শফিকুলকে গুরুতরভাবে জখম করে।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রশিদ হালদার এর আগেও একাধিকবার দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ওপর হামলা ও মারধরের সঙ্গে জড়িত ছিল। সে বুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি বলে পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে বলে প্রতিবেশীরা দাবি করেন।
হামলার পর স্থানীয়রা আহত শফিকুল ইসলাম জয়কে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। বর্তমানে তিনি খুলনায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আহতের পরিবার মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩২৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ঘটনার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”
এদিকে, এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।