শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সড়ক অবরোধ; পিরোজপুরে জাতিয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা ২০২৫ ইং উদযাপন ; নওগাঁর আত্রাইয়ে নবগঠিত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত; মঠবাড়ীয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; কাউখালীতে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; কাউখালীতে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন; ভাণ্ডারিয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত; বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত; টাইফয়েড এর টিকাদান কর্মসূচী নিয়ে আলোচনা; মোংলায় মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং নির্বাচনে রফিক সভাপতি, জাহিদুল সম্পাদক; জাতীয় মৎস্য সপ্তাহ /২৫ উদযাপন; গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্; অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে- জুলফিকার আলী ; আল-আকসা ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগীতা ২০২৫ এর প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান; মঠবাড়ীয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত; কাউখালীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ; বেলকুচিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত; বেলকুচিতে আওয়ামী লীগ পূর্ণবাসনের চেষ্টা, সরকারি প্রোগ্রামে আওয়ামী লীগের উপদেষ্টা;

কক্সবাজার সদরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; দেশীয় অস্ত্র উদ্ধার;

চট্টগ্রাম প্রতিনিধি;

র‌্যাব-১৫ কক্সবাজার পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে সার্বক্ষনিকভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী রেখে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ র‌্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকাস্থ কক্সবাজার সরকারী কলেজের পিছনে খালেদা মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ের পূর্ব দিকের ঝোপের ভিতরে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পলায়নের চেষ্টাকালে চক্রের ০৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ডাকাত চক্রের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা ০১টি রাম দা, ০১টি কাঠের হাতলযুক্ত চাকু, ০২টি টিপ ছুরি, ০২টি ছোট টচ্ লাইট, ০১টি স্ক্রু ড্রাইবার, ০২টি স্মাট ফোন, ০৬টি বাটন ফোন এবং নগদ ৭,৮৫০/- উদ্ধার করা হয়।

ডাকাতরা হলো:
(১) হুমায়ন কবির (২৩), পিতা-মৃত আব্দুলা, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার।
(২) মোঃ জাহাঙ্গীর আলম (২৬), পিতা-নুর মোহাম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৩) মোঃ নুরুল ইসলাম (২৬), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা ইউনিয়ন, সদর মডেল থানা, কক্সবাজার।
(৪) আলী হোসেন (২২), পিতা-নুরুল হক, সাং-চেইন্দা, মুড়ার কাচা, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৫) নাজির হোসেন @ নাজু (৩১), পিতা-আব্দুল শুক্কুর, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৬) ফজল করিম (২৮), পিতা-মৃত নুর আহম্মদ, সাং-চেইন্দা, লাহার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৭) মোঃ দেলোয়ার হোসেন (২১), পিতা-আলতাফ আহম্মদ, সাং-চেইন্দা, খন্দকার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।
(৮) মোঃ আলম (৩৫), পিতা-মৃত হোসেন আহম্মদ প্রকাশ হোসেনজ্জামান, সাং-চেইন্দা ঘোনার পাড়া, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, রামু, কক্সবাজার।

চক্রটি পরস্পর পরস্পরের জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে থাকে বলে স্বীকার করে। এইসব ডাকাতরা দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত । রেকর্ড পত্র যাচাই করে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এসব মামলায় তারা একাধিকবার করে গ্রেফতারও হয়েছিল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

আত্রাইয়ে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের সোমবার(৪ আগষ্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল সরদার(৪০) । একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী (৫২)। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইছব আলী ছেলে ফারুক সরদার(৩৮)। আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত)কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক সারে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় দিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে;

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার