মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
মো: আজম হোসাইন খান,
স্টাফ রিপোর্টার
১৮-০৪-২৪
এনায়েতপুর থানাধীন মন্ডল গ্রামের মহল্লা বাসী যুবকদের উদ্যোগে বিনা পারিশ্রমিকে কৃষকের ক্ষেতের পাকা দান কেটে দিয়ে এক মানবিক দৃষ্ঠান্ত স্থাপন করলেন এনায়েত পুর মন্ডলপাড়ার দুই শো”জন যুবক বৃন্দ।
রাজনৈতিক ও সমাজ সেবক ব্যাক্তিত্ব মো: নর আলম মন্ডলের নেতৃত্বে।
“আই সি এল স্কুলের ব্যানারে হলুদ গেঞ্জি পরিহিত প্রায় দু” শতাধিক ছেলে, বুড়ো ও যুবক কর্তৃক বিনা পারিশ্রমিকে কৃৃষকের পাকা ধান কেটে আলোরণ সৃৃষ্টি করলেন। যা পাড়া মহল্লা চা দোকান সহ সুশীল ব্যাক্তিদের মধ্যে বিষয়টি আলোচনা কেন্দ্র বৃন্দতে পরিণত হয়েছে।
এধরণের মানবিক কাজ রাজনৈতিক ব্যাক্তিবর্গদের মধ্যে দেখা যেতো? কিন্তু গ্রামবাসীর মানবিকতায় গরীবের পাকা ধান কেটে গোলায় তুলে দিয়ে প্রশংসার জোয়ারে ভাষছেন নানা পেসার মহত্ত্ববাদী উপস্থিতি গ্রামবাসী।
কৃষকের পাকা দান বিনামূল্যে কেটে দিচ্ছেন এনায়েতপুর মন্ডলপাড়ার গ্রামের মানবিক দৃষ্টান্ত স্থানপন কারী মানুষ গুলো হলো:-
মো: নুর আলম মন্ডল
(রাজনৈতিক ও সমাজ সেবক)
মো: ছানোয়ার মন্ডল
(সমাজ সেনক)
মো: রেকাত মন্ডল,
মো: সন্তেজ আলী মন্ডল,
মো: আনোয়ার মন্ডল,
হাজী মো: মোতালেব মন্ডল,
মো: আলী হোসেন,
মো: শাহ আলম শেখ
মো: ময়নাল মন্ডল
মো: সাইদুল হোসেন
মো: আশরাফ আলী
মো: শামীম হোসেন,
মো: শহিদুল ইসলাম,
মো: একবার মন্ডল,
মো: রউফ মন্ডল,
মো: নূরনবী মন্ডল,
মো: আশকোর আলী,
মো: আব্দুর রহমান মন্ডল,
মো: শামীম হোসেন,
মো: আশরাফ আলী,
মো: শেতল শেখ, সহ এনায়েতপুর মন্ডলপা্রা গ্রামের যুবক বৃন্দ।
মানবিক কাজ শেষে খাবারের আয়োজন করা হয়।