রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত; পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান; ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয়ের আহ্বান শেখ রেজাউল ইসলামের; দীর্ঘ নয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুর এর উপ-সহকারী প্রকৌশলী সুমন; পিরোজপুরে হাড়কাঁপানো শীতে অসহায়দের পাশে জেলা প্রশাসন: রাতে ঘরে ঘরে পৌঁছাল কম্বল; রাজৈরে মাদারীপুর জেলা প্রশাসকের নির্বাচনী মতবিনিময় সভা; মোংলায় কোস্টগার্ড পশ্চিম জনের অভিযানে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ; দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন; অসচ্ছল জেলেদের স্বাবলম্বী করতে বকনা বাছুর বিতরণ;

বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;;

জহিরুল ইসলাম;

যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের হেড অফিস বি কে টাওয়ার। ওয়াকফ ষ্টেট থেকে লিজ নিয়ে ২২ তলা বিল্ডিং করার পরিকল্পনা গ্রহন করে যুবক হাউজিং সোসাইটি। বিল্ডিং করার কাজ চলমান অবস্থায় তিন তলার কাজ সম্পন্ন হওয়ার পর যুবকের হেড অফিস চালু করা হয় এই ৫৪ নাম্বার পুরানা পল্টন বিকেটাওয়ারে। যুবকের প্রায় সারে তিন লক্ষ বিনিয়োগকারীর থেকে টাকা উত্তোলন করে বিকে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে যুবক হাউজিং এর কার্যক্রম বন্ধ করে দেয়। বিকে টাওয়ারের নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কারীরা টাকা ফেরত পাওয়ার জন্য যুবক হাউজিং সোসাইটির কর্তৃপক্ষ সহ সারা দেশের প্রায় ৫০ হাজার কর্মী দায়িত্বশীলদের উপর চাপ সৃষ্টি করে। তৎকালীন আওয়ামী সরকার পর পর দুইটি কমিশন গঠন করে।
দশ বছর অতিবাহিত করেও কোন সূরাহা করতে পারে নাই বিগত সরকার। সেই সুযোগে দেশের বিভিন্ন এলাকায় যুবকের সম্পদ দখল করে নেয় আওয়ামী ফেসিষ্ট সরকারের প্রভাবশালীরা। যুবক হাউজিং সোসাইটির দায়ীত্বশীলদের বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে দখলদার আওয়ামী দালালরা। যুবকের সম্পদ উদ্ধারে গত ১৮ বছর মাঠে, রাজ পথে সংগ্রাম করে যাচ্ছে যুবকের ভুক্তভোগী পাওনাদার কর্মী, দায়িত্বশীলগন।
যুবকের আর টিভি ফেরত পাওয়ার জন্য আওয়ামী সরকারের পতনের দুই দিন পর মানব বন্ধন করে যুবকের ভুক্তভোগী কর্মী দায়িত্বশীলগন। যুবকের হেড অফিস বি কে টাওয়ার যাদের বিনিয়োগে তৈরী সেইসব কর্মী দায়িত্বশীলগন গত ১৯ মে বিকে টাওয়ার উদ্ধারের জন্য অবস্থান নেন তাদের গড়া বিকে টাওয়ার ভবনে। ভিতরে অবস্থানরত যুবকের ভুক্তভোগী পাওনাদারগনকে দখলদারদের গুন্ডা বাহিনী রাস্তায় দাড়িয়ে বিকে টাওয়ারের গেটে খোলস পাল্টানো আওয়ামী ক্যাডাররা মোতয়াল্লীর কর্মচারী সেজে বিকে টাওয়ার ছেড়ে যেতে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। ব্যস্ততম পল্টন এলাকায় জন সমাগম ঘটতে থাকে। প্রশাসনের নজরে এলে পুলিশ বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে যুবকের ভুক্তভোগী পাওনাদারদের নাম ঠিকানা নিয়ে মামলার ভয় দেখিয়ে স্থান ত্যাগে বাধ্য করে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভুক্তভোগী যুবকের পাওনাদারগন বিকে টাওয়ার ত্যাগ করেন। যাদের টাকায় গড়া যুবকের বিকে টাওয়ার, দখলদার মুক্ত করে তাদের হাতে তুলে দেয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন করছেন যুবক পরিবারের প্রায় সারে তিন লক্ষ ভুক্তভোগী দায়িত্বশীল, কর্মী ও সদস্যগন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার