শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
জীবন দিয়ে হলেও আমাদের জন্মভূমি রক্ষা করবো- এ্যাডভোকেট হোসেন; পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ ২৫ উপলক্ষে নানান আয়োজন; জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা; IHES পিরোজপুর সদর উপজেলা কমিটি গঠন; মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি; সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- মাহবুবুর রহমান মানিক ; পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ; নওগাঁর প্রাচীন কালের বলিহার রাজবাড়ি; নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন;

বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;;

জহিরুল ইসলাম;

যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের হেড অফিস বি কে টাওয়ার। ওয়াকফ ষ্টেট থেকে লিজ নিয়ে ২২ তলা বিল্ডিং করার পরিকল্পনা গ্রহন করে যুবক হাউজিং সোসাইটি। বিল্ডিং করার কাজ চলমান অবস্থায় তিন তলার কাজ সম্পন্ন হওয়ার পর যুবকের হেড অফিস চালু করা হয় এই ৫৪ নাম্বার পুরানা পল্টন বিকেটাওয়ারে। যুবকের প্রায় সারে তিন লক্ষ বিনিয়োগকারীর থেকে টাকা উত্তোলন করে বিকে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে যুবক হাউজিং এর কার্যক্রম বন্ধ করে দেয়। বিকে টাওয়ারের নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কারীরা টাকা ফেরত পাওয়ার জন্য যুবক হাউজিং সোসাইটির কর্তৃপক্ষ সহ সারা দেশের প্রায় ৫০ হাজার কর্মী দায়িত্বশীলদের উপর চাপ সৃষ্টি করে। তৎকালীন আওয়ামী সরকার পর পর দুইটি কমিশন গঠন করে।
দশ বছর অতিবাহিত করেও কোন সূরাহা করতে পারে নাই বিগত সরকার। সেই সুযোগে দেশের বিভিন্ন এলাকায় যুবকের সম্পদ দখল করে নেয় আওয়ামী ফেসিষ্ট সরকারের প্রভাবশালীরা। যুবক হাউজিং সোসাইটির দায়ীত্বশীলদের বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে দখলদার আওয়ামী দালালরা। যুবকের সম্পদ উদ্ধারে গত ১৮ বছর মাঠে, রাজ পথে সংগ্রাম করে যাচ্ছে যুবকের ভুক্তভোগী পাওনাদার কর্মী, দায়িত্বশীলগন।
যুবকের আর টিভি ফেরত পাওয়ার জন্য আওয়ামী সরকারের পতনের দুই দিন পর মানব বন্ধন করে যুবকের ভুক্তভোগী কর্মী দায়িত্বশীলগন। যুবকের হেড অফিস বি কে টাওয়ার যাদের বিনিয়োগে তৈরী সেইসব কর্মী দায়িত্বশীলগন গত ১৯ মে বিকে টাওয়ার উদ্ধারের জন্য অবস্থান নেন তাদের গড়া বিকে টাওয়ার ভবনে। ভিতরে অবস্থানরত যুবকের ভুক্তভোগী পাওনাদারগনকে দখলদারদের গুন্ডা বাহিনী রাস্তায় দাড়িয়ে বিকে টাওয়ারের গেটে খোলস পাল্টানো আওয়ামী ক্যাডাররা মোতয়াল্লীর কর্মচারী সেজে বিকে টাওয়ার ছেড়ে যেতে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। ব্যস্ততম পল্টন এলাকায় জন সমাগম ঘটতে থাকে। প্রশাসনের নজরে এলে পুলিশ বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে যুবকের ভুক্তভোগী পাওনাদারদের নাম ঠিকানা নিয়ে মামলার ভয় দেখিয়ে স্থান ত্যাগে বাধ্য করে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভুক্তভোগী যুবকের পাওনাদারগন বিকে টাওয়ার ত্যাগ করেন। যাদের টাকায় গড়া যুবকের বিকে টাওয়ার, দখলদার মুক্ত করে তাদের হাতে তুলে দেয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন করছেন যুবক পরিবারের প্রায় সারে তিন লক্ষ ভুক্তভোগী দায়িত্বশীল, কর্মী ও সদস্যগন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার