শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ১২জুলাই(শনিবার) দুপুর ২ঃ৩০ ঘটিকার সময়, পিরোজপুর জেলা জাতীয় যুব শক্তি(এনসিপি) সংগঠক শাহনেওয়াজ অভি এর নেতৃত্বে, ঢাকায় যুবদল নেতা কতৃক ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যাকারিদের বিচারের দাবি সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ পূর্বক টাউন ক্লাবে এসে সুশৃংখল ভাবে শেষ হয়।
এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন,শাহনেওয়াজ অভি সংগঠক জাতীয় যুবশক্তি, পিরোজপুর। মইন উদ্দিন সমন্বয়ক,পিরোজপুর। খালিদ মাহমুদ সংগঠক,জাতীয় নাগরিক পার্টি পিরোজপুর। জুবায়ের আল জাবের সংগঠক,জাতীয় নাগরিক পার্টি,পিরোজপুর। আফরোজা আক্তার তুলি, সমন্বয়ক, পিরোজপুর সরকারি সোহারাওয়ার্দী কলেজ। মরিয়াম আক্তার,সমন্বয়ক, পিরোজপুর সরকারি সোহারাওয়ার্দী কলেজ। তানজিল তিশা সমন্বয়ক, পিরোজপুর সরকারি সোহারাওয়ার্দী কলেজ, প্রমূখ। উপস্থিত বক্তব্য বলেন, যুবদল নেতা কতৃক ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে,খুনিদের দ্রুত ফাঁসি কার্যকর সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি,চাঁদাবাজি,খুন,ধর্ষণ ও রাহাজানির বিরুদ্ধে সারাদেশে সাধারণ মানুষের ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই এসব অপতৎপরতা বন্ধের জন্য সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার ছাত্র-জনতা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।