রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
টেকনাফ হ্নীলা রঙ্গিখালী পশ্চিম পাড়ার তিন মাদক কারবারী নারী ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা সহ বিজিবির হাতে আটক। বৃহস্পতিবার ২৪ জুলাই-২৫ইং দুপুরে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল রামুর খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া নামক স্থানে একটি সিএনজির যাত্রীদের তল্লাশী করলে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং এসময় তিন জনকে আটক করে। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত নারীরা হলেন, সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।