শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর প্রতিনিধি:-
অভিভাবক নির্বাচনের ফরম কিনে পুরন করেন এবং জমা দিলেন, রাজৈর উপজেলার জাতীয়তাবাদী বিএনপি’র জাসাস এর সভাপতি মোঃ ছরোয়ার আকন। উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার বি এন পির সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু), রাজৈর উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সভাপতি, বি আর ডি বির চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, রাজৈর উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর খান। জাতীয়তাবাদী বিএনপির রাজৈর উপজেলার সাংগাঠনিক স্সপাদক মোঃ সিদ্দিক আকন, শেখ মোস্তাফিজুল হক (নাদির) সম্পাদক ও প্রকাশক(সাপ্তাহিক সুবার্তা), রাজৈর পৌর শাখার বি এন পির সাবেক শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ কাওছার আকন, তাতি দলের সভাপতি মোঃ রাজা মিয়া আকন, মোঃ কেরামত মোল্লা, একরাম আলি শেখ, মোঃ জাহাঙ্গির শেখ, মোঃ ছরোয়ার আকন একজন সৎ গরিব দুঃখের বন্ধু দেশ ও দশের সেবা করে থাকেন সর্বদাই তাই তিনি আশাবাদি, রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের অভিভাবক সদস্য পদে নির্বচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য স্থান অধিকার করবেন আশা করেন এবং তার সাথে থাকা ব্যাক্তিগন ও একই ধরনের আশাবাদি। রাজৈর উপজেলার সকল স্তরের লোকজন মিলে মিশে মোঃ ছরোয়ার আকনের অভিভাবক সদস্য ফরম জমা দিলেন।