রবিবার, ০৬ Jul ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাড়ারায় প্রতিবন্ধী মজিবর মন্ডল তার ভাতিজা মতিউর রহমান কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার ২১ মে ২০২৫ দুপুরে বান্দাই খাড়া বাজার এলাকায় এক সংবাদ সম্মেলন করেছেন। খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করা,মামলা করিয়ে দেওয়ার নামে মূল দলিল খতিয়ান ও নথি গায়েব,জাল দলিল তৈরি করে জমি নিজের নামে রেজিস্ট্রি চেষ্টা, মাথায় চাকু মারা,স্কুলে পড়া কিশোর ও বিদেশ থাকা ভাগিনাকে হয়রানিমুলক মামলা,জোরপূর্বক জমি দখলসহ নানান বিষয়ে অভিযোগ এনে চাচাতো ভাই এর ছেলে তার ভাতিজা মতিউর রহমানের বিরুদ্ধে ভয়ের কারণে মুখ না খুলতে পেরে হঠাৎ চাচা মজিবর মন্ডলের সংবাদ সম্মেলন।মতিউর রহমান পেশায় একজন অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক।তাই ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা করতে পারেনি। এর মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা শত্রুতার জেরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করায় ক্ষতিগ্রস্ত কৃষকের তখনকার আনুমানিক সাত লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়।
মজিবর মন্ডল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে তাকে ও তার পরিবারকে সুরক্ষা প্রদান করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি করেন।সংবাদ সম্মেলনে মজিবর মন্ডলের বড় বোন পারুল বেওয়া ও ছোট বোন মেহেনা বেওয়া উপস্থিত ছিলেন। দলিয় পদের ব্যাপারে কোন প্রকার ব্যাখ্যা দিবেন না সাফ জানিয়ে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান বলেন,আমার জমির ধান আমি কেটেছি,তাদের দাবিগুলো মিথ্যা ও বানোয়াট।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন,আওয়ামী শাসনামলে এই থানার দায়িত্বে ছিলাম না।তবে এখন কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।