বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলার রিক্সা,অটোরিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়ন ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭শে সেপ্টেম্বর(শনিবার)বৈকাল ৫ ঘটিকার সময় সংগঠনটির দলীয় কার্যালয়ের সন্মুখে উপজেলার কেন্দ্রীয় শ্রী গুরু আশ্রম সংলগ্ন মাঠে উক্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় কাউখালী উপজেলা শ্রমিক দল এবং রিক্সা,অটো রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, প্রধান বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ,বিশেষ অতিথি কাউখালী থানার এস আই দীপক বালা,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া,সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ কাউখালী রিক্সা,অটো রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন এবং শ্রমিক সংগঠনটির প্রায় ২৫০ জন সদস্য ও অটো মালিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কাউখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন।