মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
মোঃ নজরুল ইসলাম;নিজস্ব প্রতিবেদক :
২ নং শুক্তাগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঠীপাড়া গ্রামে আজ বিকাল ৪টায় দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, জননেতা রফিকুল ইসলাম জামাল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় আলেম সমাজ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।