মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের আজ শনিবার ১৭ মে ২০২৫ সকাল ১০ টায়,জেলা মডেল মসজিদের গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডে কেয়ারটেকার,ফিল্ম সুপারভাইজার গণ। সকলের দাবি ইসলামিক ফাউণ্ডেশনের সকল গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন এর সকল শিক্ষক-শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ম সুপারভাইজারসহ সবার বেতন বৃদ্ধি ও ঈদুল আজহার পূর্বে বেতুন বুনাজ প্রদান করতে হবে।ইমামদের চোখের পানি ঝড়লে,আমাদের এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে।
ঈদুল আজহার পূর্বে বেতুন বুনাজ প্রদান করতে হবে করতে হবে। সকলের পক্ষ থেকে ডিসি স্যারের পক্ষে এডিসি স্যারকে সারক লিপি প্রদান করেন এডিসি স্যার সবাইকে সান্তনা প্রদান করেন ।