শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সহজ কুরআন শিক্ষার ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় দ্বিপ্চাদপুড় উত্তর পাড়া মসজিদ প্রাঙ্গণ মাঠে
শিক্ষক হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খয়বর রহমান, মজনুর রহমান,সাইদুল ইসলাম, আব্দুল জলিল সহ আরও অনেকে। পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।