বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী ;
পটুয়াখালীর মরিচ বুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ বেল্লাল হত্যাকাণ্ডের প্রতিবাদে মাদ্রাসার আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সকাল ১১ টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মানববন্ধনে মরিচ বুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ রুল আমিনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালেক. মাওঃ আবু তালেব মানববন্ধনে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এতে বক্তৃতা দেন সমাজ সেবক জনাব মামুন বৃধা মোঃ বাবুল বৃধা মোঃ জয়নাল মাস্টার সহ আরো অনেকে বক্তারা বলেন দ্রুততম সময়ের মধ্যে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী বেল্লালের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ড অনেক দিন হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকা বাসি ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের মরিচ বুনিয়া গ্রামে মরিচ বুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী বেল্লাল মাতুব্বর (২৫) ঘর থেকে রাতে মাদ্রাসায় যায়, সকাল বেলা মাদ্রাসার কক্ষে তার মৃত্যু দেহ পাওয়া যায়। পরিবারের ধারনা তাকে হত্যা করা হয়েছে ।