শনিবার, ০৫ Jul ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
তেঁতুলিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; কালের বিবর্তনে ‘‘জাঁত’’ শব্দটি এখন শুধু অতীতের গল্প; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোংলা বন্দর চেয়ারম্যান; কদমতলা ইউনিয়ন বিএনপির  প্রতিবাদ সভা ও মানববন্ধন ; নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ; মোংলায় বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা; বেলকুচিতে আম পারতে গিয়ে গাছ থেকে পরেগিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু ; জুলাই ছাএ জনতার আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায় – ইলিয়াস হোসেন মাঝি ; শহীদ আবু সাঈদের রুহের মাগফেরাত কামণা মধ্য দিয়েই জুলাই অগ্রযাত্রা শুরু এনসিপি’র; সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয় -খবিরুল ইসলাম; কালীগঞ্জের কাশীরামে রেকর্ডিয় রাস্তা বাদ দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করে নদীর বালু বিক্রি; বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত মাদারীপুর ৩ আসন এর প্রার্থীর সাথে কালকিনি উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ; আত্রাইয়ে নুরুল ইসলামের মৃত্যু ঘিরে ধুম্রজাল সৃষ্টি ; শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কৃষক দলের বৃক্ষ রোপণ; পিরোজপুর সদর উপজেলা ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; নওগাঁ-০৬ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রেজুর জনসংযোগ ; আত্রাইয়ে ব্র্যাকের উদ্যোগে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ; মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো; পর্দার আড়ালে মাদক বিক্রি, ভাইরাল মোংলার ওয়াসিম; যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের প্রধান কার্যালয় বিকে টাওয়ারে যুবকের প্লট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী মিলন মেলা;

পর্দার আড়ালে মাদক বিক্রি, ভাইরাল মোংলার ওয়াসিম;

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

সম্প্রতি এক মাদক কারবারীকে নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ড কলেজ মোড় এলাকার বাসিন্দা সাংবাদিক বি এম ওয়াসিম আরমান। এর আগেও তিনি কয়েকটি সামাজিক উন্নয়ন মুলক কাজ করে কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এটি ছিল একটি ভিন্ন রকমের একটি মাদকবিরোধী প্রতিটি কনটেন্ট ।
কন্টেন্টে দেখা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর্দার আড়ালে মাদক ব্যবসা করেছেন এক নারী তা আবার তিনি জোর গলায় বলছেন। তিনি বলছেন আমরা বস্তিতে থাকি না আবাসিক এলাকায় থাকি, আমি পর্দা করি আমি পর্দার সহিত মাদক বিক্রি করি। আমার কি করতে পারবেন কইরেন আমার নামে উল্টাপুল্টা কেন লিখছেন। মুহুর্তেই ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তা নেটিজেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেককেই শেয়ার করা সহ মাদকবিরোধী বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়।
এ বিষয়ে সাংবাদিক বি এম ওয়াসিম আরমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নিরন্তর কান্নার সুর। যদি পরিবারে কেউ একজন মাদকে আসক্ত হয় সে পরিবারের অন্যরা খুবই মানসিক কষ্টের মধ্যে থাকে, চলতে থাকে অবিরাম কান্না। এ কষ্ট যে শুধু মানসিক তা-ও না, এর সঙ্গে যুক্ত হয় সামাজিকভাবে হেয় হওয়ার বেদনা এবং অর্থনৈতিক যাতনাও। এই যাতনাও দীর্ঘমেয়াদি।
আমাদের দেশে সবসময় যত রকমের অপরাধের ঘটনা ঘটছে তারই একটি বড় অংশ মাদকসংশ্লিষ্ট। মাদক সেবনের অর্থ সংগ্রহ করার জন্য নেশাসক্ত মানুষ যেকোনো কিছুই করতে পারে। এই আসক্তি বর্তমান সময়ের সব আসক্তির মধ্যে অন্যতম এবং অধিক ক্ষতিকর। মাদকের কুফল অত্যন্ত ভয়াবহ, এর ফলে শরীর ও মনের খুব ক্ষতি হয়, অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে। তিনি আরো বলেন, উন্নত দেশ ও উন্নত মানবজাতির জন্য মাদকমুক্ত সমাজই আমাদের সবার কাম্য। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। মাদকের নেশা পরিহার করে সামাজিক অবক্ষয় ও নানাবিধ মরণব্যাধি থেকে দেশ ও জাতির আত্মরক্ষায় দেশের প্রতিটি মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে মাদকের ভয়াবহতা ও কুফল বিষয়টি সমাজের সর্বত্র তুলে ধরতে পারি। তবেই আমরা পাব একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর দেশ। উল্লেখ্য, গত ১৮ই জুন মংলার স্থানীয় সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে “কারো মোবাইল হারেল বা চুরি হলে রাজ্জাক সড়কের ইয়াবা ব্যাবসায়ী তৃষ্ণার বাড়ি খোঁজ নিবেন আশা করি পাবেন” পোষ্ট করেন। তার এ পোষ্টের কিছুদিন পরেই সাংবাদিক রেজা মাসুদ কে এক নারী মোবাইল ফোনে হুমকি দেয়। সেখানে ঐ নারীকে বলতে শোনা যায় ” আমি কোন বস্তি এলাকায় থাকিনা, আমি ভালো পরিবেশে বসবাস করি। আমি পর্দাসহকারে মাদক বিক্রি করি। মোংলা একটা মাদকের আস্তান। এরকম একটি কল রেকর্ড সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয় নারীর বক্তব্যের অডিও ক্লিপ। এবং সেই অডিও ক্লিপ এর সূত্র ধরেই কনটেন্ট তৈরি করেন বিএম ওয়াসিম আরমান।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার