শনিবার, ০৫ Jul ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন
অদ্য ১৯ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ঃ৩০ ঘটিকায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোসাম্মৎ মতিউননেছা (৯০) এর মৃত লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও ডুবুরীর সহযোগিতায়।
মৃত মতিউননেছা নেছারাবাদ উপজেলার,চামী গ্রামের মৃত সেকান্দার আলীর স্ত্রী। জানা যায়,গতকাল বুধবার অনুমান রাত ১২টার পরে বসতবাড়ি সংলগ্ন চামী খালের ঘাটে অজু করতে গেলে বাসায় ফিরতে দেরি হলে ছেলে-মেয়ে তাকে খোঁজ করতে বাহিরে বের হলে,ঘাটে ভিকটিমের জুতা দেখতে পায় কিন্তু ভিকটিমকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায় নি। পরবর্তীতে অদ্য সকালে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে নেছারাবাদ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসারসহ ঘটনাস্থলে যান এবং বরিশালের ফায়ার সার্ভিস স্টেশনে থেকে ডুবুরিদল আসেন প্রায় ৩ ঘণ্টা ডুবুরী দলের চেষ্টায় ভিকটিম মোছাম্মৎ মতিউননেছা (৯০) কে দুপুর ১২ঃ৩০ ঘটিকায় মৃত উদ্ধার করেন।
বিষয়টি নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।