মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বাংলাদেশের প্রথম স্বাধীন এনায়েতপুর থানার কার্যক্রম শুরু ;

মোঃ হাসমত আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

বহুল আলোচিত সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কার্যক্রম শুরু। উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে,ডি আই জি সহিব রিয়াজ আলম, জেলা ডিসি সাহেব, জেলা এসপি সাহেব, রেঞ্জ ডিআইজি, এবং আরও পুলিশের অফিসার, আর্মি থেকে লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ আমির, আরও কয়েকজন সেনা অফিসার,ডিবি সহ অনেকেই।

তাহাদের উপস্থিতীতে এনায়েতপুর এর ছাত্র জনতা একসাথে থানা পরিস্কার এর কাজে লাগে, এবং সিরাজগঞ্জ জেলা সদর থেকে একজন অফিসার ইনচার্জ ওসি মোঃ আসিফ কে এই এনায়েতপুর থানার কার্যক্রম এর দ্বায়িত্ব দেন,
উপস্থিত সবাই।

ডি আই জি সহিব রিয়াজ আলম বলেন, আপনারা জানেন, এগুলো কিসের জন্য হয়েছে। এগুলো আমি আর আলোচনা করতে চাই না। এখন মানুষ কে সেবা দিতে হবে, থানার কার্যক্রম চালু করতে হবে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে,ছিনতাই হচ্ছে, আসলেই যারা প্রফেশনাল ছিনতাই কারী তারাই সুবিধা গুলো নিচ্ছে। আমরা সাধারণ মানুষ আগে ও কস্ট করছি এখন ও বিপদে পরেছি। থানা কার্যক্রম শুরু করব আমরা আজকে,
ইনিস্পেক্টর মোঃ হাসিব সাহেব আছেন, তিনি, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে থানার কার্যক্রম শুরু করবেন, সিরাজগঞ্জ সদর থেকে পোস্টিং দেয়া হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ, আজকে তিনি প্রতিকি ভাবে শুরু করবেন কালকে আমাদের” নাহিদ সাহেব এর ৪০ জন লোক চলে আসবেন।অন্য বিল্ডিং এ কাজ শুরু করব,এই বলে কার্যক্রম ঘোষণা দেন ডিআইজি। ডিআইজি আর ও বলেন, স্টুডেন্ট দের জন্য ই এই বিপ্লব হয়েছে এর আগেও স্টুডেন্ট রাই বিপ্লব করেছেন কিন্তু স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় বিপ্লব। সেজন্য আপনারা থাকবেন সহযোগিতা করবেন কালকে ও থাকবেন (পালা) করে সাহায্য করবেন, এখানে আর কোন হামলা হবে না আশা করি।

এস পি সাহেব বলেন, লেফটেন্যান্ট কর্নেল নাহিদ ভাই,,গত তিন সপ্তাহ ধরে এখানে জনগণের জন্য নির্লস ভাবে কাজ করে যাচ্ছেন, তিনি আরও বলেন, এনায়েতপুর থানা এটি আপনাদের সম্পদ, এখান যারা আসবে তাঁদের সবাইকে নিয়ে আপনারা কাজ করবেন,এটি আপনাদের পবিত্র আমানত,সবাই কাজে সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, থানার সবকিছুই যেহেতু পুরে গেছে আপনাদেরকে বলছি,কেউ ১ টা চেয়ার কেউ ১ টা টেবিলের ব্যবস্থা করে দিবেন,

জেলা ডিআইজি বলেন, সন্মানিত ছাত্র বৃন্দ আপনারা এই পরিচ্ছন্নতার কাজে যে সহযোগিতা করছেন, একটি থানার অসম্ভব গুরুত্ব এখানে পুলিশ এর পনের জন সদস্য মরলে ও এখানে অনেক ছাত্র জনতা ও মারা গেছে এতে আমি দুঃখ প্রকাশ করছি।

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ বলেন, আমি এখানে এসে যা দেখলাম, ছাত্র জনতা যেভাবে এলাকা, রাস্তা, থানার ভেতরে ভেতরে বাহিরে পরিস্কার এর কাজ করছে তারা অবশ্যই প্রশংসার দাবিদার। আপনারা সব সময় বাকি দিন গুলো এভাবে সহযোগিতা করবেন, শৃংখলা একটা জায়গার জন্য খুব জরুরী বিষয়। তাই শৃংখলা দেখাতে থানার বিকল্প নাই। আপনারা থানাটি অ্যাক্টিভ করে নেন, পুলিশ ভাই এরা সহযোগিতা করবে আপনারা সহযোগীতা করবেন আমি ও মাঝখান থেকে এগিয়ে আসব সাথে থাকব।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার