বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
চট্টগ্রাম( সন্দ্বীপ) কালাপানিয়া মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে সদ্য প্রয়াত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলটি সংগঠনের ২জানুয়ারি শুক্রবার বাদ এশার (মাকসৃ) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাকসৃ সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় মরহুমার জীবন বৃত্তান্ত সম্পর্কে সংক্ষেপে বক্তব্য রাখেন মাকসৃ’র সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি মন্ডলীর সদস্য মাস্টার আব্দুর রহমান রিপন এসময় আরো উপস্থিত ছিলেন মাকসৃ’র প্রতিষ্ঠাতা সদস্য এবি এম মেহেদী হাসান, সাবেক সভাপতি ও সভাপতি মণ্ডলীর সদস্য মাস্টার রিদওয়ানুল বারী বাহার সহ মাকসৃ’র সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাকসৃ’র সদস্য ও প্রভাষক রাকিব বিন আহম্মেদ। দোয়ায় মরহুমার রুহের মাগফিরাত কামনা ও মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌউস দান করবেন এবং পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।