বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মঠবাড়ীয়া (পিরোজপুর প্রতিনিধি)
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে ৬০ বছরের এক বৃদ্ধা ছালেহা বেগম (স্বামী রুহুল আমীন) ন্যায্যমূল্যের কার্ডে পাওয়া পচা চাল ও দীর্ঘদিন ধরে ড্রামের বরাদ্দ না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯নং সাপলেজা ইউনিয়নের তাফাল বাড়ীয়া গ্রামের বাসিন্দা ছালেহা বেগম পরিবারের ভরণপোষণের জন্য অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। স্বামী রুহুল আমীন প্রতিবন্ধী হওয়ায় সংসারের পুরো দায়ভার তার ওপরই বর্তায়। সম্প্রতি স্থানীয় ডিলার মিজানুর রহমান তাকে ফোনে চাল পাওয়ার খবর দিলে তিনি আশায় বুক বেঁধে যান। কিন্তু বাড়িতে চাল নিয়ে গিয়ে বস্তা খুলতেই দেখা যায় চালগুলো সম্পূর্ণ পচা। ফলে তিনি তা রান্না করতে না পেরে অন্যের কাছ থেকে চাল এনে পরিবারকে খাওয়াতে বাধ্য হন। এ ঘটনায় ভুক্তভোগী ছালেহা বেগম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি অভিযোগ করে বলেন, গত ৪-৫ বছর ধরে সরকারি বরাদ্দের ড্রামের তালিকায় নাম থাকলেও এখনো কোনো ড্রাম পাননি। টাকার বিনিময়ে দালাল ও প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে এসব ড্রাম বিতরণ হওয়ায় প্রকৃত অসহায়রা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্পে দালালচক্রের সিন্ডিকেটের কারণে গরীব ও অসহায় মানুষেরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।