শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে ব্র্যাকের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; মা ইলিশ সংরক্ষণে তৎপর কোস্ট গার্ড, টহলের পাশাপাশি চালাচ্ছে সচেতনতামূলক প্রচারণা; মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের নির্বাচনী প্রচারণা ; বিশ্ব দৃষ্টি দিবস; জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল; পটুয়াখালী মরিচ বুনিয়া বেল্লাল  হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ; “বাবাকে নিয়ে কিছু কথা” অবৈধভাবে ক্যাম্প থেকে বের হওয়া ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি; নেছারাবাদে গভীর রাতে ডাকাতির চেষ্টা; পবিত্র আল-কুরআন অবমাননার প্র-তি-বাদে পিরোজপুরে মানববন্ধন ও বি-ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে; তেতুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত ; বিনামূল্যে চক্ষু চিকিৎসা অপর নাম ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল; নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ; বরগুনার গুলিশাখালি হাতিমিয়া দাঃ মাদ্রাসায় ১৫ জন ছাত্রের ১৬ জন শিক্ষক; মঠবাড়ীয়ায় পিরোজপুর বিএনপি’র নবগঠিত জেলা আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় পুলিশের অভিযানে মাদক সম্রাট আটক; মঠবাড়ীয়া আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত; চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ; মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ,মৎস্যজীবী দলের সভাপতি পিরোজপুর জেলা; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত;

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ মাসের শিশুকে ধর্ষণের চেষ্টা;

নিউজ ডেস্ক: শাহজাদপুর, সিরাজগঞ্জ।

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় দেশ উত্তাল। তবুও দেশজুড়ে শিশু ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হালিম (৬০) নামের এক বৃদ্ধকে জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করার ঘটনা ঘটেছে।
উপজেলার সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে শনিবার (১৫ মার্চ) রাত ১০টায় গ্রাম্য সালিসের মাধ্যমে অভিযুক্ত আব্দুল হালিম নামের ওই বৃদ্ধকে গালে জুতা মেরে ও জুতার মালা পরিয়ে তাকে গ্রাম ছাড়া করা হয়। সে ওই গ্রামের মৃত আজগর প্রামাণিকের ছেলে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে সরেজমিনে ওই গ্রামে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী বৃদ্ধ আব্দুল হালিমের কাছে আমার মেয়েকে রেখে তার‌ই বাড়ির পাশে খোলা জায়গায় কাজ করছিলাম। কিছুক্ষণ পরেই দেখি আব্দুল হালিম এবং আমার মেয়ে নেই। তাৎক্ষণিক তার ঘরে ঢুকে দেখি সে আমার মেয়ের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করছে। সেখান থেকে আমার শিশু কন্যাকে উদ্ধার করে বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা খুলে বলি। পরে গ্রাম প্রধানদের বিষয়টি জানানো হলে তারা বিচারের আশ্বাস দেন।
গ্রাম প্রধান ও প্রতিবেশীরা জানায়, স্থানীয় মুরুব্বি শাহজাহান প্রামাণিকের সভাপতিত্বে শনিবার রাতে গ্রামে একটি শালিস অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত আব্দুল হালিম তার দোষ শিকার করে নেয়। পরে তাকে জুতার বাড়ি ও গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করা হয়। এ বিষয়ে অভিযুক্ত বৃদ্ধ আব্দুল হালিমের বাড়িতে গেলে তার স্ত্রী জানান, আমার স্বামীকে মিথ্যা অভিযোগ দিয়ে শাস্তি দেওয়া হয়েছে এবং ভয় দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এ বিষয়ে শালিসের সভাপতি মোঃ শাহজাহান প্রামাণিক বলেন, আব্দুল হালিম স্বেচ্ছায় তার দোষ শিকার করায় গঠিত রায় বোর্ড তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নেয়া সিদ্ধান্ত উভয়পক্ষ মেনে নিয়েছে। পরে তাকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে চলে যাওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হয়।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, শিশুটির পরিবার অভিযোগ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামে ৪ বছর বয়সী সুমাইয়া নামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার‌ই মামাতো ভাই কিশোর রিশাতকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার