বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
মো: আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামাতে ইসলামী মঠবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা জামাতে ইসলামের আমীর ও সাফা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: আ: জলিল শরীফ, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর জামাতের আমীর মীর আবদুল মালেক এবং জামাতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সভায় বক্তব্যে মো: আ: জলিল শরীফ বলেন, “আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হলে জামাতে ইসলামের আপত্তি নেই, তবে তার পূর্বে অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এই ব্যবস্থা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না।”
এসময় অন্যান্য নেতৃবৃন্দও পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রযন্ত্র সংস্কার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। পরে ৫ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।