বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি;
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টুর নেতৃত্বে ৩ নং সৈয়দ কাটি ইউনিয়ন, নলশ্রী টলারঘাট থেকে দিদি হার,বটতলা,কর্পাকর ক্যাম্পে গণ সংযোগ করেন পরবর্তীতে তারা তালা প্রসাদ বাজারে ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।দাসের হাট বাজারে গণসংযোগ করেন এবং সাতবাড়িয়া গ্রাম হয়ে দোরিয়াবাদ হয়ে হাবিবপুর সুইজ গেটে গণ সংযোগ করেন এরপরে নতুনহাট হয়ে জিরা গণসংযোগ ও সৈয়দ কাটি হাইস্কুল মাঠে বক্তব্য রাখেন, এ সময় হাজার হাজার ভোটারদের উপস্থিতি ছিলেন।