সোমবার, ২১ Jul ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি, আব্দুল হান্নান শেখ
পিরোজপুর জেলার দাউদপুর ইউনিয়ন মো: ইয়াসিন (২৪) বিগত অনেক দিন যাবত ব্লাড ক্যান্সার রোগে ভুগছেন। তার বাবা দিন মজুর কাজ করেন।অর্থ সম্পদ না থাকায় ভালো চিকিৎসা করাতে পারছেন তার পরিবার। ছেলের এই অবস্থা দেখে ঘরে বসে থাকতে পারেন নি তার বাবা ঘুরছেন মানুষের দুয়ারে দুয়ারে। সরকারি ভাবে কোনো ধরনের সহায়তা পাননি বলে জানান তার পরিবার এই ঘটনা সোনা মাত্র দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা। সভাপতি, মোহাম্মদ শাহিন শেখ। সহ সকল সদস্য বৃন্দোরা। শুক্রবার ক্যান্সার আক্রান্ত রুগীর বাবার হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। উপস্থিত ছিলেন। মোঃ শাহিন শেখ সভাপতি,পিরোজপুর জেলা। মোঃ মাহবুবুল হক সোহাগ ।সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা । মোঃ হজরত আলী । কোষাধ্যক্ষ ,পিরোজপুর জেলা। মোঃ ইলিয়াজ সভাপতি , পিরোজপুর সদর উপজেলা।তারা আরো বলেন সমাজে এরকম অসহায় মানুষের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তারা আমাদের খুঁজবে না বরং আমরা তাদের খুজবো সব সময় অসহায় মানুষের পাশে আছে । আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি।