বুধবার, ২১ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
এম, তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি;
বরগুনা থেকে পুরাকাটা যাওয়ার পথে চালিতাতলা নামক স্থানে ট্রাক চাপায় সন্ধ্যা ০৭.৩০ মিঃ এ-র সময়ে পাঁজরা ভাঙ্গা গ্রামের রাব্বি মোটর সাইকেল ওভার টেক করার সময় মর্মান্তিক নি’ হ’ত হয়।রাব্বির সাথে দুই বন্দু ছিলো তাদেরকে বরগুনা মেডিকেলে ভর্তি করানো হয়েছে,রাব্বি টেলি টকে এসআর হিসাবে দির্ঘ দুই বছর ধরে চাকুরি করে আসছিলেন, ছয় মাস আগে চালিতা তলা চৌকিদার বাড়ি বিয়ে করেন।