বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শেখ সাজেদুল হক(বোরাক)
রাজৈর উপজেলা প্রতিনিধি:-
রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালে,বিশ্ব দৃষ্টি দিবস পালিত করেন। প্রধান অতিথি রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইস ও) মোঃ শামিম আহম্মেদ, সভাপতিত্ব করেন পলাশ চন্দ্র শীল( এডমিন) অফিসার। স্যানিটারি ইসপেক্টর, মোঃ নুরুজ্জামান মোল্লা ও আরো অনেকে উপস্থিত ছিলেন। যর্্যালি শেষে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন, মোঃ সামিম আহম্মেদ (টি এইস ও) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বক্তব্য রাখেন, মোঃ নুরুজ্জামান মোল্লা (স্যানিটারি ইন্সপেক্টর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বক্তব্য রাখেন সাংবাদিক শেখ আসাদুল হক(সনেট) রাজৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক। সাংবাদিক মোঃ শাওন করিম ও অনেকেই।