বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে পৌর সদরের ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শহীদদের গণকবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচী পালন করে দলটি। এসব কর্মসূচিতে বিএনপির বোয়ালমারী উপজেলার সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত হোসেন মেম্বার নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দল নেতা মোঃ কামাল মোল্লা, গুনবহা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।গুনবহা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ উজ্জল বিশ্বাস সহ বিএনপি’র সহযোগী সংগঠন ,ফরিদপুর জেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক মোঃ ইমরান হোসাইন, সদস্য সচিব শহিদুল্লাহ তানভির সহ,শত শত নেতাকর্মী নিয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির আবদার মোড় বিএনপি অফিসে আসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।