শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ ২৫ উপলক্ষে নানান আয়োজন; জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা; IHES পিরোজপুর সদর উপজেলা কমিটি গঠন; মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি; সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- মাহবুবুর রহমান মানিক ; পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ; নওগাঁর প্রাচীন কালের বলিহার রাজবাড়ি; নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে;

শিশু অপহরন পর্নো ভিডিও তৈরির অভিযোগে আটক ২জন;

স্টাফ রিপোর্টার;

শিশু অপহরণ করে পর্নো ভিডিও তৈরী করে অন-লাইনে প্রচার করে সেক্স সার্ভিস কাজে জড়িত ২ সদস্যকে গ্রেফতার।
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় : ১ জুলাই ২০২৪খ্রিঃ তারিখে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম যশোর কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে নিখোঁজ অন্তরা আক্তার (১৫) কে ইং ০১/০৭/২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় উদ্ধার শেষে গোপন তথ্যের ভিত্তিতে ইং ০১/০৭/২০২৪ তারিখ রাত ২২.৪৫ ঘটিকার সময় বেজপাড়া পিয়ারী মোহন রোডে অভিযান পরিচালনা করে পর্নো প্রস্তুতকারী ও প্রচারকারী চক্রের রাজীব কুমার দাস ও বিথী আক্তার নামের ২ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে পর্নো তৈরীর ০৩টি মোবাইল ফোন, একাধিক পর্নোসাইড পরিচারনার ফেসবুক আইডি, ইমো, হুয়াটসএপ, টেলিগ্রাম ইত্যাদি এ্যাপস উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইলে পরিচালিত একাধিক পযালোচনা ও ধারণকৃত শিশু অন্তরা আক্তার (১৫) এর পর্নো ভিডিও দেখে প্রতীয়মান হয় যে, ধৃত আসামীগণ পেশাদার পর্নোগ্রাফি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নারী ও শিশু প্রলোভনের মাধ্যমে সংগ্রহ করে পর্নোভিডিও তৈরী করে প্রচারসহ অন-লাইনে সেক্স সার্ভিস পরিচালনা করে অর্থ উপার্জন করে আসছে। এছাড়াও তারা নারী ও শিশু পাচারের সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত মেয়ে অন্তরা আক্তার (১৫) এর পিতা- জামাল হোসেন, পিতা- জসিম উদ্দিন, সাং- কাতুলী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় পৃথক এজাহার দায়ের করলে ফুলপুর থানার মামলা নং-০২ তাং-০২/০৭/২০২৪খ্রিঃ ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৮/১১/১৩ রুজু করা হয়।

আসামীর তথ্য:
১। রাজীব কুমার দাস (২৩), পিতা-সুজন কুমার দাস, মাতা- চঞ্চলা রানী দাস, স্থায়ী ঠিকানা- সাং-বলভদ্রপুর, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট ২। বিথী আক্তার (২৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা-রানী বেগম, সাং-নয়াদিগির পাহার, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ উভয়ের বর্তমান ঠিকানা- ডা: এমএ বারী সাহেবের বাসার ভাড়াটিয়া, বেজপাড়া পিয়ারী মোহন রোড, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। পর্নো ভিডিও ধারণ, পর্নোসাইড পরিচালনার কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন।
২। পর্নো সাইড পরিচালনার ১০টি ফেসবুক আইডি, ইমো, হুয়াটএ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি এ্যাপস।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার