বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসারের পরিত্যাক্ত সরকারী বাসভবন হতে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি; সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- মাহবুবুর রহমান মানিক ; পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক ; নওগাঁর প্রাচীন কালের বলিহার রাজবাড়ি; নওগাঁর আত্রাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত;

মোংলায় অবৈধভাবে মেরিন ওয়ার্কশপ জবরদখল এবং লুটপাট;

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

গত বৃহস্পতিবার (১৯ ই সেপ্টেম্বর) বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় এ ঘটনা ঘটে। মোংলা থানার একটি লিখিত অভিযোগের আলোকে জানা যায় মোংলা মেরিন ওয়ার্কশপ কর্মচারী সংঘের নির্বাচিত সভাপতি মোঃ ফারুক হোসেন (৩৮) পিতা মৃত নুরুল হক তিনি দীর্ঘদিন মোংলা মেরিন ওয়ার্কশপে ব্যবসা করে আসিতেছিল। অতঃপর আওয়ামী লীগ সরকার পতনের পর উল্লেখিত বিবাদীরা ১/মোঃ শুক্কুর (৩৩) পিতা কালাম সাং ময়লা পোতা ২/মোঃ রবিউল (২৮)পিতা মোঃ কালাম সাং মাদ্রাসা রোড ৩/ মোঃ মিঠু (৩২) পিতা অজ্ঞত শিকারী মোড়। বিবাদীগণ প্রতিনিয়ত মোঃ ফারুক হোসেন (৩৮) এর কাছে চাঁদা দাবি করিয়া আসিতেছিল। মোঃ ফারুক হোসেন (৩৮) উল্লেখিত বিবাদীদের চাঁদা দিতে অনিহা প্রকাশ করায়, বিবাদীগণ মোঃ ফারুক হোসেন (৩৮) এর উপর ক্ষিপ্ত হইয়া সর্বক্ষণ তার ক্ষতি করার সুযোগ সন্ধানে থাকে। তারি ধারাবাহিকতায় গত ইং ৮ -৮ -২০২৪ তারিখ উল্লেখিত বিবাদীরা তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা মোংলা কর্মচারী সংঘ জবরদখল করেন এবং অদ্যবধি পর্যন্ত দখলে আছেন। এমত অবস্থায় গত ইং ২১-০৯-২০২৪ তারিখ দুপুর আনুঃ ১.২৫ ঘটিকার সময় ১ নং বিবাদী তার মোবাইল নং ০১৯৪৯-২২০২৬৭ এই নাম্বার থেকে মোঃ ফারুক হোসেন (৩৮) এর বড় ভাই মোঃ বাবুল হোসেন এর মুঠোফোনে মোবাইল নং ০১৯৭১-৪৪৩০৪৪ নাম্বারে কল করিয়া বলে যে মোংলা শ্রম কল্যাণ রোডের মোংলা মেরিন ওয়ার্কশপ কর্মচারী সংঘের নিচ তলায় থাকা আপনার ছোট ভাইয়ের গোডাউন ঘরের পিছনের গ্রিল কাটা আপনারা এসে দেখেন বলে ফোন কেটে দেয় দুর্বৃত্তরা। মুঠো ফোনের সংবাদের ভিত্তিতে মোঃ ফারুক হোসেন (৩৮) ও তার বড় ভাই বাবুল হোসেন এবং তার পার্টনার মোহাম্মদ রিমন তাৎক্ষণিকভাবে শ্রম কল্যাণ রোডের গোডাউন ঘরে গিয়া দেখে যে মোঃ ফারুক হোসেন (৩৮) এর গোডাউনে থাকা ১৫০ পিঠ এর ৯ পিচ ওয়েল্ডিং কেবল, সার্ভিস কেবল ৯ পিচ ৩টি হাইড্রোলিক জগ পাম্প সহ ৫ পিচ গ্র্যান্ডিং মেশিন বড়, বড় ছোট টুল সেট বক্স আনুমানিক ৩০০ কেজি পিতল এর বুশসহ মূল্যবান মালামাল যাহার সর্বমোট আনুমানিক ৬.০০.০০০/ছয় লক্ষ টাকার মালামাল নাই গোডাউন ঘরে এবং গোডাউন ঘরের পিছনের গ্রিল কাটা। অতঃপর নিরুপায় হইয়া মোঃ ফারুক হোসেন (৩৮)স্থানীয় গণ্যমান্য সাথে আলাপ-আলোচনা করিয়া উল্লেখিত বিবাদীদের নামে মোংলা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় মোংলা থানা অফিসার ইনচার্জ (কে এম আজিজুল ইসলাম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার