মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদসমূহে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’‌ গণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত; মোংলায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলেন সার্কেল এএসপি মোঃ রেফাতুল ইসলাম; রাজৈরে ৯০০ গ্রাম গাঁজাসহ নারী আটক; আত্রাইয়ে গণভোট বিষয়ে প্রশাসনের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত; ঐক্যের মাধ্যমে হাতপাখার বিজয়ের আহ্বান রফিকুল ইসলামের; কালকিনিতে প্রতিবেশী আজিজ ও আরিফ সিকদার বাহিনীর হামলা; নারীসহ আহত ৩, স্বর্ণালঙ্কার লুট; কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র গুলি ও মাদকসহ আটক-২; টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক; পটুয়াখালীতে উদ্যোক্তাতা উন্নয়ন ও ফলোআপ প্রশিক্ষণের আয়োজন; আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে; আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ; পিরোজপুর সদর কদমতলা পোরগোলা ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন ; কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল; মাদারীপুরে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ; নওগাঁর আত্রাইয়ে বড়শিমলা মহিলা কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন; মোংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান; কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি; টিসিবি’র পণ্য বর্তমানে অসহায় মানুষের আস্থা; আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ; বেগম খালেদা জিয়ার নামে দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বরগুনা জেলার এসডিএফ জেলা কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির ;

জহিরুল ইসলাম; ডেস্ক রিপোর্টার;

বরগুনার বড় বগি ইউনিয়নের ১৩ নং ক্লাস্টার বড় বগী-০৩, লাউপাড়া গ্রাম সমিতি গত ০৮/০৮/২০২৩ ইং এসডিএফ এর উপজেলার প্রতিনিধি পরিদর্শন করেন।উক্ত গ্রামে সিপি কতৃক গ্রাম সমিতির,ভিসিওর,এসএসসির আর্থিক হিসাব থেকে সঞ্চয় বাবদ ৭০০০/- কিস্তির টাকা ৩২০০/ গ্রাম সমিতি থেকে চেয়ার ক্রয় বাবদ ৫০০০/- টাকা সর্বমোট ১৫২০০ টাকা আত্নসাধ করেন অফিস কর্তৃপক্ষ ০৭ দিনের মধ্যে জমা দিতে বলেন,উক্ত টাকা এনজেসিসিএস সভাপতি বেবির কাছে সিপি জমা দেন,এবং সে সঞ্চয় ও কিস্তি ১০২০০ টাকা জমা দেন বাকি ৫০০০/- টাকা, জেলা কর্মকর্তা হুমায়ুন কবির, ও জেলার জুনিয়ার হিসাব রক্ষক জহিরুল ইসলাম জমা দিতে নিষেধ করেন,যে আমরা বরগুনা থেকে তালতলি গিয়ে হোটেলে খেতে সমস্যা হয়, যেহেতু গ্রামে বিল করা আছে তাই ঐ টাকা দিয়ে গ্যাসের চুলা ক্রয় করিবো, আমরা যেন পাক করে খেতে পারি। পরক্ষণে তারা সে কাজটিই করেছেন,এই বিষয়ের উপর গ্রাম সমিতির পক্ষে অজুফা বেগম এবং জেলা অফিসে এনজেডিসিএস সেক্রেটারির কেক কেটে জন্ম দিন পালন করেন মর্মে পৃথক দুইটি অভিযোগ ব্যবস্থাপনা পরিচালক বরাবর দায়ের করেন,এবং গত ১৬/০৯/২০২৪ইং বরিশাল আঞ্চলিক অফিস থেকে আঞ্চলিক ব্যবস্থাপক আইসিবি,ইয়ুথ এন্ড জিএ মোঃ শফিকুল ইসলাম ( রাজা) ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসাব মোঃ মেজবা আহাম্মেদ অডিট করতে আসেন, আমাদের অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী গ্রাম বাসি তাঁদের মনের ক্ষোপের কথা তুলে ধরেন এবং জেলা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী অনিয়ম ও দুর্নীতি করেছেন তার যথেষ্ট প্রমান অডিট টিম কে দিয়েছেন, তারা গ্রাম বাসিকে আশ্বস্ত করেছে আপনারা সঠীক বিচার পাবেন।অনুসন্ধানে বেরিয়ে আসছে তারা গ্রামে না গিয়ে লাউপাড়া বাজারের একটি দোকানে বসে অভিযোগ কারি ও সভাপতির জবানবন্দি আনেন কোন বিল ভাউচার ও দেখেনি,শুধু তা-ই না যার বিরুদ্বে অভিযোগ করেছেন তাকে অডিট টিম তাদের গাড়িতে সেখানে নিয়ে গেছেন, গ্রাম বাসির তোপের মুখে পরে ভিক্টিম কে সরিয়ে দেয়া হয়,অন্য দিকে জেলা অফিসে জেলা এনজেডিসিএসকে না ডেকে জেলা কর্মকর্তা তার পক্ষে যারা স্বাক্ষি দিবে তাদের এবং জেলার,উপজেলার কর্মকর্তা দ্বারা লিখিত নিয়েছেন, ভিক্টিম হলো তাদের সমকক্ষ একইলেভেলে চাকুরি করেন বিধায় তার সপক্ষে উপরের ইশারায় রিপোর্ট প্রদান করেন, আমরা জানতে পরছি অভিযুক্ত কারি সেই ক্লাস্টারে গিয়ে হুমকি ধামকি দিয়ে বেড়ায় যারা এর সাথে জরিত তাঁদেরকে বাদ দিলে কি করার আছে, হুমায়ুন কবির বলেন আমার কিছুই হবেনা আরডি স্যার,সহ ঢাকার সবাই আমার সংঙ্গে আছে।অভিযুক্ত কারির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বরগুনার এসডিএফ এর কাজ হুমকির সম্মুখীন হতে পারে। ইতি পুর্বে আরডি সহ ঢাকায় কয়েকটি দপ্তরে জেলা এনজেডিসিএস অভিযোগ করেন তার কোন প্রতিকার না পেয়ে পুনরায় এসডিএফ চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করেন।অভিযুক্ত কারি খুব চাটুকারিতা অবলম্বন করেন সে বিভিন্ন উপহার দিয়ে ম্যানেজ করেন বসদের কে।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার