বুধবার, ২১ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বাড়ীঘর ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরামুল ইসলাম ইউএনও এবং থানা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় মেম্বার আব্দুল করিম প্রাং (৪০) এর নেতৃত্বে কাজীপাড়া ও পিয়াদাপাড়া গ্রামের ৮/৯ জন লোক কোদাল সাবল লাঠি-শোটা নিয়ে আকরামুল ইসলাম এর মাটির ঘড়ের দেয়াল ভাঙতে শুরু করে। জানতে পেরে বাদীর বাড়ির লোকজনসহ মাহাবুর রশিদ (৪৫) ও আইয়ুব আলী মোল্লা (৫০) বাধা প্রদান করেন। এসময় রাস্তা তৈরীর কাজে বাধা দেওয়ায় প্রথমে খুন করে লাশ গুম করা হবে মর্মে হুমকি দেন।
আকরামুল ইসলাম জানান, তারা পুনরায় বাড়ীর দেয়াল ভাঙতে শুরু করলে আমি বাধা দেওয়ায় আমাকে অকথ্য ভাষায় গালি গালাজের এক পর্যায়ে মারতে শুরু করলে আমার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আশায় জীবনে বেঁচে যাই!
মাহাবুর রহমান জানান, আমার শ্যালক আকরামুলের চিৎকার শুনে এগিয়ে এলে আমাকেও মেরে ফেলার হুমকি দেন তারা।
অভিযুক্ত আব্দুল করিম মেম্বার মারার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মাঠে ছিলাম গ্রামের লোক জনের সাথে আকরামুল দের ঝামেলা হচ্ছে শুনতে পেরে সেখানে এসে সকলকে শান্ত করি। গ্রামের লোকজনের মতামতের আলোকে ওই দিক দিয়ে রাস্তা করার উদ্যোগ গ্রহণ করেন বলে করিম মেম্বার জানান।
আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম বলেন, কাজীপাড়া গ্রামের উত্তর পার্শ্বে দাঁড়াতে একটি ব্রিজ শ্যাংসন হয়েছে। সেই ব্রিজে মালামাল নিয়ে যাবার জন্য রাস্তাটি করা প্রয়োজন। আমি আকরামুল ইসলাম ও তাদের পরিবারের সাথে বসে তাদের বাড়ীর দেয়ালের ধারি ঝুরে নিয়ে ভ্যান চলাচলের রাস্তা করার অনুরোধ জানাই। ঘড়ের দেওয়ালের যাতে কোন ক্ষতি না হয় সেজন্য ধারি পর্যন্ত নিজ খরচে পাকা করে দিতে চাওয়ায় আকরামুলের পিতা কয়েক দিন বোঝার জন্য সময় চেয়ে নেন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনশৃঙ্খলার যাতে কোন অবনতি না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কারো বাড়ীর দেয়াল ভাঙ্গা আইন সম্মত হবেনা।