মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ; কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান; মঠবাড়ীয়ায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; যৌথ বাহিনী পরিচালিত অভিযানে একটি অ’বৈধ অ’স্ত্র’ সহ মাহবুব আলম (৫০) নামে একজন আটক; টেকনাফের ইউএনও এর প্রশংসনীয় উদ্যোগ রিডিজাইন হবে শাপলা চত্বর ও জিরো পয়েন্ট; মরিচ্যা বিজিবি চেকপোস্টে টেকনাফ হ্নীলা রঙ্গিখালীর তিন নারী১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা সহ আটক; নওগাঁর পত্নীতলাতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে;

আত্রাইয়ে বাড়ীঘর ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বাড়ীঘর ভাঙচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরামুল ইসলাম ইউএনও এবং থানা বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,স্থানীয় মেম্বার আব্দুল করিম প্রাং (৪০) এর নেতৃত্বে কাজীপাড়া ও পিয়াদাপাড়া গ্রামের ৮/৯ জন লোক কোদাল সাবল লাঠি-শোটা নিয়ে আকরামুল ইসলাম এর মাটির ঘড়ের দেয়াল ভাঙতে শুরু করে। জানতে পেরে বাদীর বাড়ির লোকজনসহ মাহাবুর রশিদ (৪৫) ও আইয়ুব আলী মোল্লা (৫০) বাধা প্রদান করেন। এসময় রাস্তা তৈরীর কাজে বাধা দেওয়ায় প্রথমে খুন করে লাশ গুম করা হবে মর্মে হুমকি দেন।
আকরামুল ইসলাম জানান, তারা পুনরায় বাড়ীর দেয়াল ভাঙতে শুরু করলে আমি বাধা দেওয়ায় আমাকে অকথ্য ভাষায় গালি গালাজের এক পর্যায়ে মারতে শুরু করলে আমার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আশায় জীবনে বেঁচে যাই!
মাহাবুর রহমান জানান, আমার শ্যালক আকরামুলের চিৎকার শুনে এগিয়ে এলে আমাকেও মেরে ফেলার হুমকি দেন তারা।
অভিযুক্ত আব্দুল করিম মেম্বার মারার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মাঠে ছিলাম গ্রামের লোক জনের সাথে আকরামুল দের ঝামেলা হচ্ছে শুনতে পেরে সেখানে এসে সকলকে শান্ত করি। গ্রামের লোকজনের মতামতের আলোকে ওই দিক দিয়ে রাস্তা করার উদ্যোগ গ্রহণ করেন বলে করিম মেম্বার জানান।
আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম বলেন, কাজীপাড়া গ্রামের উত্তর পার্শ্বে দাঁড়াতে একটি ব্রিজ শ্যাংসন হয়েছে। সেই ব্রিজে মালামাল নিয়ে যাবার জন্য রাস্তাটি করা প্রয়োজন। আমি আকরামুল ইসলাম ও তাদের পরিবারের সাথে বসে তাদের বাড়ীর দেয়ালের ধারি ঝুরে নিয়ে ভ্যান চলাচলের রাস্তা করার অনুরোধ জানাই। ঘড়ের দেওয়ালের যাতে কোন ক্ষতি না হয় সেজন্য ধারি পর্যন্ত নিজ খরচে পাকা করে দিতে চাওয়ায় আকরামুলের পিতা কয়েক দিন বোঝার জন্য সময় চেয়ে নেন।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনশৃঙ্খলার যাতে কোন অবনতি না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কারো বাড়ীর দেয়াল ভাঙ্গা আইন সম্মত হবেনা।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার