শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
ডেক্স রিপোর্টার ;
রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির ২ সহকারী সহ ৩ মাদক কারবারীকে ২০ লক্ষ টাকার কোকেন সহ গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার ঈশ্বরদী বাজারের একটি শপিং মল থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাদক কারবারিরা হলেন নাটোর লালপুর উপজেলাধীন অর্জুনপুর পুঁজিপুকুর এলাকার মৃত মোসলেম উদ্দিন এর ছেলে আরিফুল ইসলাম (৩৮) একে এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৭) ও একই এলাকার তসলিমুদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৬) এদের মধ্যে দুইজন বাঘা উপজেলা সমবায় সমিতির অফিস সহকারী আরিফুল ইসলাম ও আরিফ হোসেন কর্মরত রয়েছেন। মোঃ হাফিজুর রহমান নাটোর লালপুর থানাধীন অর্জুনপুর গ্রামের তাঁর বাড়ি, দীর্ঘদিন যাবত তিনি আব্দুল কাদেরের ছেলে কোকেন ব্যবসার মুল ডিলার রিগ্যান হোসেনের ম্যানেজার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।
ঘটনার সময় কোকেন ডিলার রিগ্যান ৬০ লক্ষ টাকার ৫ শত গ্রাম কোকেন সহ অন্যত্ত্ব অবস্থান করছে ৩ আসামী পুলিশকে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানান।
উক্ত তথ্য পাওয়ার পর পুলিশ তার ভাড়া বাসায় অভিযান চালায়।
দীর্ঘ সময় পেয়ে মুল কোকেন ডিলার রিগ্যান ৬০ লক্ষ টাকার ৫ শত গ্রাম কোকেন সহ আত্মগোপন করেন।
একাধিক সূত্রে জানা যায় নাটোর লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের রিগ্যান, পাবনা জেলার ঈশ্বরদী সরকারি কলেজের পিছনে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন কোকেন এর ব্যবসা করে আসছিল।
ঘটনার দিন বিকেল পাঁচটায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ঈশ্বরদী বাজারে গোপাল সুপার মার্কেটে ৩ শত গ্রাম কোকেন নিয়ে অবস্থান করছিলেন আসামী গন।
গোপন সংবাদের খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাসান বাসির নেতৃত্বে পুলিশ সোর্স তাদের আটক করেন ।
ঈশ্বরদী থানা তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন মূল আসামিকে গ্রেপ্তারে জন্য সাদা পুলিশ সহ বিভিন্ন সোর্স কাজ করছে, আশা করছি দ্রুতই মূল আসামি কোকেন গ্রেপ্তার হবে। ২০ লক্ষ টাকার কোকন সহ আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।