বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক; পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত; নওগাঁয় ইফাঃশিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা ও ক্লিাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; আত্রাইয়ে বায়তুল্লাহ সেতুর ওপর ভ্যান পার্কিং, দুর্ঘটনার আশঙ্কা; ৪ দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল শুরু; টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার; উত্তাল সাগরের ঢেউয়ের তান্ডবে সেন্টমার্টিন দ্বীপ হুমকির মুখে; বেলকুচি দেলুয়া কোলঘাটের ইজারাদারের টাকা পরিশোধ করলেন আমিরুল ইসলাম খান আলিম ; জনগন রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়-ইলিয়াস হোসেন মাঝি : আইডিয়াল হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি( IHWS)মঠবাড়িয়া উপজেলা কমিটি ঘোষণা ; টেকনাফে জামায়াতের পৌর সভাপতি রবিউল আলমের এর সভাপতিত্বে পর্যালোচনা বৈঠক সম্পন্ন; শৃঙ্খলা পরিপন্থী ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো শিক্ষাক্যাডার অধ্যক্ষ বহাল তবিয়তে; পিরোজপুর নেছারাবাদে শামীম সাঈদীর জনসংযোগ; মুক্তিযুদ্ধে ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান আর নেই ; টেকনাফে জুলাই পুনজাগরণে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; টেকনাফে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সংগঠন শুভ সংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ; কাউখালীতে জুলাই পূনর্জাগরণের শপথ পাঠ ও আলোচনা অনুষ্ঠিান; মঠবাড়ীয়ায় জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত; যৌথ বাহিনী পরিচালিত অভিযানে একটি অ’বৈধ অ’স্ত্র’ সহ মাহবুব আলম (৫০) নামে একজন আটক;

এসডিএফ বাগেরহাট হিজলা ক্লাস্টারের টাকা আত্মসাৎ;

ক্রাইম রিপোর্টর;

বাগেরহাট জেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর আওতায় হিজলা ক্লাস্টারে ৩০ টি ওয়াটার ডিষ্টিলেশন প্লান্ট বসানো হয়েছে নিয়মঅনুযায়ী তিন/ চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে কোটেশন সংগ্রহ করে যাচাই-বাছাই করে দেওয়া লাগে সেটা না করে তৎকালীন জেলা সমন্বয় কারী বরিশাল রিজওনাল মনিটরিং কর্মকর্তা অরুন কুমার মন্ডল তার ভাগিনা মাধুর্য প্রকাশ কে ৩০ টি ওয়াটার ডিষ্টিলেশন প্লান্ট বসানোর কার্যাদেশ দেন। এভাবে তিনি চারটি ক্লাস্টারের ৩০ টি করে সব গুলো কাজ তার ভাগিনাকে দেন,এর পর হিজলা ক্লাস্টার থেকে প্রায় তিন লক্ষ টাকা আত্মসাৎ করেন,সব ক্লাস্টার থেকে এভাবে টাকা হাতিয়ে নেন ভাগিনাকে সহ,প্রতিবাদ করার সাহস কারও ছিলো না,যেই সিএফ বা কমিউনিটি কথা বলে তাকে হুমকি দিয়ে বসাইয়া দেন চাকুরি থাকবেনা কথা বললে, ইতি মধ্যে অনেক সিএফ কে ঢাকা রেঞ্জের ডিআইজি বিপ্লব সাহা ও পিপি আই প্রধান বনজ কুমার মজুমদার দিয়ে হুমকি দেয় বেশি বাড়া বাড়ি করলে মামলা দিয়ে গাড়োধে ডুকিয়ে দিবো এভাবে করে মিথ্যা অপবাদ দিয়ে অনেকের চাকুরী খাইছে।অরুন কুমার শুধু তাই করেন নাই অএ ক্লাস্টারে “বাগেরহাট সম্মনিত কৃষি খামার করেছে “মাছের ঘের করেছেন প্রতি বছর ৪৫০০০/-হাজার টাকা লিছ নিয়ে তিন বছর চালাইছে বছরে হাজার হাজার টাকার মাছ ফালাইতো সবজি চাষ করাইতো নিজের পারফরম্যান্স দেখানোর জন্য, সে খুব ভালো সমন্বয় কারী ইনক্রিমেন্ড বাদ যেত না,বছর শেষে মাছ ও সবজিতে কোন লাভ হতো না, হতো শুধু তার পেট ভরা,মাছ,সবজি বরিশাল নিজের বাসায় নিয়ে যেত,অরুন কুমার মন্ডল হিজলা ক্লাস্টারে গরুর খামার করেছেন পিআইএফ বাবদ ৩,০০,০০০০/- এিশ লক্ষ টাকা পাইছে ১১,১০,০০০/ এগারো লক্ষ দশ হাজার টাকার গরু কিনে তিন বছরে কাজের লোক ও খরকুটা ক্রয় সহ ২৭,০০,০০০/- সাতাশ লক্ষ টাকার মত খরচ হয়েছে,সবই লচ বলতে গেলে, লাভ হয়েছে অরুন মন্ডল সপ্তাহে দুত নিত বাসায়,আর গরু ক্রয় করেছেন নিজে খুলনা/ সাতক্ষীরা জেলা থেকে সেখানে মোটা অংকের টাকা কামাইছেন,কমিউনিটি কে মাইক্রোতে নিছে আর আনছে এই ছিলো তার কৌশল। ২০২১ সাল অরুন কুমার মন্ডল করোনা পজিটিব হয় বাগেরহাট জেলার চড়বানিয়া ক্লাস্টার থেকে ছোট ছোট মুরগির বাচ্চা সিএফ ও গ্রাম বাসির কাছ থেকে এনেছেন আজও পর্যন্ত টাকা দেয় নাই,অভিযোগ আছে জেলায় দ্বায়িত্ব পালন কালিন সময় এক বছরে ভাত কমই খেয়েছেন শুধু জেলা অফিসে বিল করে আম ও ফল ফ্রুট খেয়ে শরীর ঠিক রেখেছেন সকল স্টাপরাই বিষয়টি যানে।তাকে কোন স্টাপই মনে প্রানে মেনে নিতে পারছেনা, তার বদলির অর্ডার হলেই তার চাচা শশুর সচীব দিয়ে স্থগিতাদেশ করাতেন, এই জুলুম কারী কর্মকর্তা থেকে সবাই পরিত্রান চায়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার