বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালি কমলাপুর ইউনিয়ানের দক্ষিন ধরান্দী হিন্দু পারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মা”কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের আগে ধরান্দী কলেজ মাঠে স্থানীয় সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর “মা”কে কটুক্তি মূলক অচারনের বিচার
কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দী হিন্দু সম্প্রদায়ের অনুগামী কার্তিক বাইন কে জনসম্মুখে জোতা পেটা করা হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাম মৃধা, ও বিএনপির নেতা রাজা খাঁ, ও স্থানীয় ইমাম,খতিব সহ জামায়াতে ইসলামের ইউনিয়ন শাখার দ্বায়ীত্বশীল,আরো উপস্থিত ছিলেন মোঃ জহিরুল আলম খানঁ,মাওঃ আঃ কাদের ইসলামপুর মাদ্রাসা মসজিদের ইমাম,হিন্দুধর্মের নেতা মাস্টার জিতেন্দ্র নাথ,মাস্টার মাখম লাল শিং,মাস্টার বাসুদেব বাইন,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।উপস্থিত জনতার সামনে মাস্টার জিতেন্দ্র নাথ বাবু ক্ষমা চেয়ে ভিকটিম কার্তিক বাইন কে জোতা পিটা করেন।যা দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে ভবিষ্যতে যেন আর কোন ধর্ম সম্প্রদায়ের লোকজন আমাদের নবী কারিম (সাঃ) কে নিয়ে অপমান মূলকথা না বলে।