বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
আজম খান;স্টাফ রিপোটার;
বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় মহানগরীর কাশিমপুর ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ পুকুরপাড় কাশিমপুর থানা সংলগ্ন এলাকার জাহাঙ্গীর আলম খান রানার বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় বাসা-বাড়ীর পেছনের দেয়াল টপকে বাড়ীর দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার তৈরি জানালার গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত বাসার ভিতরে ঢুকে বাড়ির মালিক জাহাঙ্গীর আলম খান রানা ও তার পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লক্ষ টাকা ১০ ভরি স্বর্ণালংকার সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন,কাশিমপুর থানার অফিসার তদন্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোন এর সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আলামিন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে যা দেখতে পেয়েছি আনুমানিক ৬ থেকে ৭ জন ডাকাত চক্রের সদস্যরা ডাকাতির সাথে সম্পৃক্ত এছাড়াও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ডাকাতদের বিষয়ে সিসি ফুটেজ ধরে অনেক তথ্য সংগ্রহ করেন। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তী বিষয়গুলি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।