বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার;
নাটোরের সিংড়ায় ধর্ষণের চেষ্টায় ৩ যুবককে আটক করেছে সিংড়া থানা পুলিশ।এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা।
গত বুধবার(১০শে জানুয়ারি-২৪) রাত ৮ টার দিকে সিংড়া উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার(১১ই জানুয়ারি-২৪) বেলা ১১টায় আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সুজা প্রাং এর মেয়ে তার মায়ের সাথে পাশের ভাদুড়ি গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে ভুক্তভোগীর মামার বাড়ির পাশের একটি খড়ের গাদার সামনে বখাটে ৩ যুবক মিলে ঐ মেয়েকে ধর্ষষের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বখাটে যুবকরা পালিয়ে যায়।
পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ৩ জন যুবককে আটক করে। আটককৃতরা হলেন, ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪), লতিফের ছেলে সুমন আলী(২৬)।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে।