মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
বাহারছড়ায় কর্মগুণে সর্বদলের প্রশংসায় ভাসলেন এসআই দস্তগীর,ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।
কর্মবিরতি প্রত্যাহার করার পর কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়ায় যোগদানের সাথে সাথে এসআই মোঃ দস্তগীর হোসেন কে ফুল দিয়ে বরণ করে নেন বাহারছড়া বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।
এসআই দস্তগীর কে পূর্বের ন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাহারছড়ার বিভিন্ন দলের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বাহারছড়া বিএনপির আহবায়ক সাবের আহমেদ,বাহারছড়া বিএনপির সদস্য সচিব মোঃ ইলিয়াছ।টেকনাফ বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন,যুগ্ন আহবায়ক বাহাদুর,যুবদল সভাপতি সেলিম,যুবদল সেক্রেটারি জয়নাল,যুবদল নেতা ইউসুফ,টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ সভাপতি বাহার,যুগ্ন আহবায়ক সোহেল, টেকনাফ উপেজলা জাসস সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকে।
বিএনপি আহবায়ক সাবের জানান,পুলিশ জনগণের বন্ধু।পুলিশ ছাড়া দেশ চলতে পারে না।তবে যে সমস্ত কারণে পুলিশের বদনাম হয়েছে তা জেনো কাটিয়ে উঠতে পারে সেজন্য আমরা সহযোগিতা করব।দস্তগীর ভাই পূর্বেও আমাদের কোনো হয়রানি করে নি।ওনি যেভাবে আমাদের বাহারছড়া কে শান্তির জনপদে পরিণত করেছেন তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবো।আমাদের বিএনপি কিংবা অঙ্গ সংঘটনের কেউও যদি অন্যায় করে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলেও আমাদের পক্ষ থেকে কোনো সুপারিশ করবো না।
বাহারছড়া বিএনপির সদস্য সচিব মোঃ ইলিয়াছ বলেন বাহারছড়ায় আমিও যদি কোনো অপরাধ করি সেক্ষেত্রে আমাকেও যেনো গ্রেফতার করা হয়।আমরা দেশে আরো কোনো স্বৈরাচারী শাসক দেখতে চাই না।আমরা বাহারছড়া বিএনপি এসআই দস্তগীর সাহেবকে সর্বোচ্চ সহযোগীতা করবো যেনো তিনি পূর্বের মত অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিকতার সাথে কাজ করে।
এসআই দস্তগীর সাহেব পুরো বাহারছড়ার জন্য আশীর্বাদ। তিনি এই জনপদে শান্তি ফিরাতে নিরলস পরিশ্রম করেছেন।যারই ফলশ্রুতিতে বাহারছড়ার মানুষ শান্তিতে ঘুমিয়েছে।
বাহারছড়া বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ বাহাদুর পুলিশকে সহযোগীতা করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।উপজেলা ছাত্রদলের সহ সভাপতি বাহার বলেন দস্তগীর ভাই এমন একজন মানুষ যিনি স্বৈরশাসক থাকাকালীনও আমাদের ছাত্র দলের কোনো নেতাকর্মী কে হয়রানী করে নাই।আমরা এখনো চাই তিনি স্বাধীন বাংলাদেশের সকল জনগণকে পূর্বের সেবার ধারা অব্যাহত রেখে ওনার সাহসী ভূমিকার মাধ্যমে অপরাধ নির্মূলে অবদান রাখুক।
বাহারছড়া যুবদলের সভাপতি সেলিম ও সেক্রেটারি জয়নাল সহ সকল নেতৃবৃন্দ এসআই দস্তগীরের ভূয়সী প্রশংসা করে ওনার সাহসী ভূমিকা অব্যাহত রাখতে সার্বিক সহযোগীতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় এসআই দস্তগীর বলেন দীর্ঘদিন পুলিশ সংস্কারের দাবীর প্রেক্ষিতে কর্মস্থলের বাইরে ছিলাম।তিনি সকল নিরীহ মৃতদেহের আত্মার মাগফেরাত কামনা করেন।এবং তার ন্যায়-নীতিতে অটল থেকে সাম্প্রতিক দেশের ভঙ্গুর অবস্থানকে সেরে তুলতে জনগণের পুলিশ হয়ে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও বলেন সুযোগ এসেছে সকল দালালকে প্রতিহত করার।
দালাল প্রতিহত করতে পারলেই সকল ঘুষ বাণিজ্য বন্ধ সহ আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ফিরে আসবে বলে বিশ্বাস করেন।তিনি সবার সহযোগীতা নিয়ে বাহারছড়ায় আবারো অপরাধ দমনে সোচ্চার থাকার এবং যে দলেরই হোক অন্যায় করলে পূর্বের মত কেউ ছাড় পাবেনা বলে সবাইকে জানিয়ে দেন।