বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার;
পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীস্থ চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার( সি এম ই) দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী খালেক শিকদারকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, রেলওয়ে মালামাল চুরি, অর্থ আত্মসাৎ ও অনৈতিক কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বাড়ি মাদারীপুর জেলায়। রাজশাহীতে দড়িখরবোনা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তার স্ত্রীও রাজশাহী রেল ভবনে চাকরি করেন। রাত আটটার দিকে স্ত্রী সহ অফিস থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও পশ্চিম রেলের সাবেক শীর্ষ কর্মকর্তা ও কতিপয় শ্রমিক নেতার বাড়ি একই এলাকায় হওয়াতে খালেক সিকদার অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল।