বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
আজম খান
স্টাফ রিপোর্টার
আজ দুপুর হতে লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব নুরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে অবৈধ চায়না কারেন্ট জাল উদ্ধার করে পরে পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ রোজ মঙ্গলবার ১৬/০৭/২০২৪ইং তারিখে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন এর ০৬ ও ০৯ নং ওয়ার্ডে দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চায়না / টেপাই ও কারেন্ট জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য অফিসার, ইউনিয়ন পরিষদ সদস্য, গ্রাম পুলিশ সহযোগিতা করেন। এসময় বিভিন্ন স্থান হতে ০৭টি টেপাই/চায়না জাল এবং প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ইউনিয়ন পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এখানে উল্লেখ্য যে বর্ষা মৌসুমে মাছের পোনা বৃদ্ধি করার লক্ষে সরকারিভাবে অবৈধ চায়না জাল নিষিদ্ধ করা হয়, যাতে করে মা- মাছ এবং পোনা দুটোই সুরক্ষিত থাকে,এবং মাছে-ভাতে বাঙালি এ কথাটার প্রতিফলন এবং বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয় বলে আমাদেরকে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম।