বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন; মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ; নওগাঁতে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল; বেলকুচিতে নদী ভাঙ্গন প্রকল্পে দুর্নীতি অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর মানববন্ধন; মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ; আত্রাইয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা; পিরোজপুরে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা; মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে সংবর্ধনা; “বাইক” পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; নওগাঁয় একটি পরিবারের দাপটে পুরো গ্রামের মানুষ অতিষ্ট  ; নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন ; কোস্টগার্ড’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা; তারুণ্যের সমাবেশ সফল করতে মোংলায় যুবদলের প্রচার মিছিল; নেছারাবাদে নবীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় হিন্দু যুবককে আটক; এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ; স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; নওগাঁতে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি ; নেছারাবাদে “ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে” প্রতিবাদ মিছিল; নওগাঁর বদলগাছীতে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে;

নওগাঁ কোর্টে মোয়াক্কেলকে মেরে মাথা ফাটালো বুলু উকিল;

নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁ জেলা কোর্ট চত্বরের উকিল সেরেস্তায় দাবীকৃত ৫ হাজার টাকা না দিতে পারায় মোয়াক্কেলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মোঃ সাজেদুর রহমান বুলু উকিলের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়,বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুর অনুমান ১:৩০ সময় নওগাঁ আদালত থেকে মোয়াক্কেল আনিছার জানিতে পারে আজ ওই কোর্টে তার মামলার সাক্ষী হবেনা। মোয়াক্কেল আনিছুর ও তার   বিয়াই উক্ত মামলার ৫ নম্বর সাক্ষী মো. আতোয়ার রহমান কোর্টে  সাক্ষী হবে না বলে বুলু উকিলকে তার সেরেস্তায় এসে ৫০০/- টাকা ফি দেন। কিন্তু বুলু উকিল ৫০০০/- হাজার টাকা দাবী করলে  মোয়াক্কেল ও তার বিয়াই অপারগতা প্রকাশ করে এবং তারা জানায় সাক্ষী যদি হতো তাহলে টাকা দিতাম বলে চলে যেতে লাগলে বুলু উকিল তার কলার চেপে ধরে কিল,ঘুষি মারতে শুরু করে বুলু উকিলের সেরেস্তায় থাকা ৩জন অজ্ঞাত নামের মোহরীরাও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে শুরু করে। ১নম্বর বিবাদী বুলু উকিল গাছের ডাল দিয়ে মোয়াক্কেলের মামলার সাক্ষী র বিয়াই আতোয়ারের মাথায় আঘাত করলে,আঘাতটি বাম চোখের উপরে লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তারা এলোপাতাড়ি ভাবে লাথি মারে। তার ডাক চিৎকারে আনিছার, রফিকুল সহ অনেকে এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। এ বিষয়ে বাদী ও ভীকটিম আতোয়ার রহমান নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাদী আতোয়ার রহমান প্রশাসনের কাছে এ অন্যায়ের সুষ্ঠু বিচারের আবেদন জানান।
এ বিষয়ে বিবাদী এ্যাডভোকেট মো.সাজেদুর রহমান বুলুর সাথে মোবাইলে ফোনে কথা হলে তিনি বলেন, ৫ হাজার টাকা নয়,কিছু কোর্টের কিছু খরচপাতি লাগে এগুলো কথা হতে আতোয়ার আগেই তার কলার ধরলে মারামারি হয় কিন্তু সেখানে কোন গাছের ডাল ডুল ছিলনা বলে জানায়।
নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ জানান,অভিযোগ হয়েছে কি-না সঠিক বলতে পারছেন না। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার