বুধবার, ২১ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধি;
পটুয়াখালীর সাবেক সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর সংরক্ষনে থাকা সরকারি কম্বল ও ক্রিকেট খেলার সামগ্রী ছিনিয়ে নেয়ার ১৬ ঘন্টা পর খাল থেকে উদ্ধার করছেন সমম্বয়করা।টাউন জৈনকাঠী এলাকার বকুলবারিয়া খাল থেকে এসব জিনিস পত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে ৫ ইং আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ( ২০১৮-২০২৩ সালের) সাবেক সংরক্ষিত আসনের সাংসদ সদস্য কাজি কানিজ সুলতানা হেলেন তার পাশের বাসায় প্রতিবেশী গ্রামিন ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের বাসার তিন তলায় একটি ফাকাঁ রুমে সরকারি বরাদ্দকৃত কম্বল ও ক্রিকেট সামগ্রী জোর করে রেখে পালিয়ে যান।পরবর্তীতে সেই কম্বল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শহরের প্রভাবশালী এক ছাএ দল নেতার বিরুদ্ধে। ৮ ই ফেব্রয়ারী বিকেল ৪ টার সময় শহরের সবুজ বাগ এলাকায় ৮ নং লেনে জেলা প্রশাসন ও বৈষম্য ছাএ আন্দলোনের প্রতিনিধীদের এক বিশেষ অভিযান চলাকালে এমন তথ্য উঠে আসে।
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাএদল নেতা আসিফ ইকবাল মাহমুদ অনিক ( বাবু) বলেন আমি সেখানে জাইনি শুনেছি সেখানে কম্নল কেন্দ্রীক ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ আছে শুনে বলে সেখানে গিয়েছি তার সাথে কথা বলেই চলে আসছি।
সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি নির্বাহী ম্যাজিস্টেট চন্দন কর জানান সরকারি এানের যে মালামাল যার বাড়িতে জোর করে রেখে যাওয়া হয়েছিলো তিনি জানিয়েছেন তার নিকট জোর করে সাবেক সংসদ সদস্য কাজি কানিজ হেলেন ঐ গুলি রেখে গিয়াছিলেন।তাই সরকারি এই মালামাল আত্মসাতের দায়ে সাবেক মহিলা সংসদ সদস্য কাজি কানিজ সুলতানা হেলেন এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে।।