শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্টার;
আজ ৩১শে জুলাই ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পিরোজপুর সদর উপজেলা কমিটি ০২ (দুই) বৎসরের জন্য ১৮ (আঠারো) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি চেয়ারম্যান কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি রুবানা আকতার ও সিনিয়র সহ সভাপতি মোঃ কাওছার শেখ, সহ-সভাপতি মোঃ তৌহিদ শেখ, সহ-সভাপতি মোঃ শাহিন শেখ ( নুরু) সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ দরানী, সহ সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান, কোষাধক্ষ্য মোঃ তুহিন শেখ, ক্রীড়া সম্পাদক শামীম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুমান খান, নির্বাহী সদস্য মোহাম্মদ সিয়াম শেখ, নির্বাহী সদস্য শুভ চক্রবর্তী ও নির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন(এক্স আর্মি) ও মহাসচিব মোঃ গোলাম সরোয়ার জুয়েল পিরোজপুর সদর উপজেলা কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। চেয়ারম্যান বলেন “একতা মানবতা সেবা” মুলমন্ত্রে ” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই শ্লোগানে “রাজনীতি যার যার মানব সেবা সবার” এই অঙ্গীকার নিয়ে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি সমগ্র বাংলাদেশে কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। তাই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করে মঠবাড়ীয়া উপজেলায় একটি সুন্দর সমাজ গঠনে মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং শিশু ও নারী নির্যাতন শিশু ও নারী ধর্ষণ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতে দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিজ নিজ আর্ত মর্যাদা সবাইকে রক্ষা করতে হবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে।