মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি পটুয়াখালী।
জেলা প্রশাসক,পটুয়াখালীর অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালী জেলায় সৃজনশীল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীতে জেলার হস্ত ও কারু শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলার ৭০ জন হস্ত ও কারুশিল্পের শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হস্তশিল্প প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা আহমেদ পিয়াস ( সি আই পি) এবং পরিচালক জনাব মোঃ ইমরান খান হস্তশিল্পের বিভিন্ন কারিগরি ও বাণিজ্যিক দিক এবং বাজারজাতকরণের সম্ভাব্য উপায়সমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টিকল্পে আয়োজিত এই মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিডি ক্রিয়েশন পটুয়াখালী জেলার উদ্যোক্তাগণকে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদানুযায়ী মান সম্পন্ন কারু ও হস্তশিল্প পণ্য প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়৷