বুধবার, ২১ মে ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন(পিরোজপুর)
পিরোজপুরের জেলাপুলিশ ও ডিবি পুলিশের একাধিক যৌথ অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা,৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,০০০ টাকা উদ্ধার সহ ৫ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকীতে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা,৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের মোট ১০,০০০/-টাকাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের মোসা:গুলবানু (৫৫)মো:রাজিব খান(৩৫),মো: রবিউল ইসলাম (২২),মোসা: নাজমা আক্তার(২৫),মো: আলমগীর মোল্লা(৪৪),সর্ব থানা ও জেলা-পিরোজপুর।
গতকাল ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)২০২৫,সন্ধ্যা ৬ঃ২০ মিনিটের সময়, পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর থানাধীন শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা,৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০,০০০ টাকা সহ মোসাঃ গুলবানু, তার ছেলে মোঃ রাজিব খাঁন এবং মোঃ রবিউল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। অতঃপর অদ্য ১৪ফেব্রুয়ারি (শুক্রবার)রাত ৪:৩০ ঘটিকার সময়,সদর থানার এসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে,সদর থানাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আলআমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসাঃ নাজমা আক্তার কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও পিরোজপুর ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযান গতকাল ১৩ফেব্রুয়ারি ২০২৫ তারিখে,রাত ১১.৩০ ঘটিকার সময় পৌরসভার ১ নং ওয়ার্ড মুক্তারকাঠি ধৃত আসামী আলমগীর মোল্লা এর বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশ কর্মকর্তা জানান,উক্ত মাদক সংক্রান্তে ৩ টি মামলা রুজু হয়েছে। তিনি আরো বলেন,পিরোজপুর জেলাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।