বুধবার, ১৬ Jul ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
মোঃ মুরাদ প্রামাণিক
আত্রাই নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার ঐতিহ্যবাহী আত্রাই উপজেলা এখন প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির কারণে আলোচনায়। আত্রাই নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই জনপদে প্রতিদিন নতুন সম্ভাবনার জন্ম নিচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে আত্রাইয়ের বিল ও নদী এলাকা পর্যটকদের নজর কাড়ে। বিস্তীর্ণ শস্যক্ষেত, দিগন্তজোড়া ধানক্ষেত, আর নদীর বুকে নৌকায় করে ঘুরে বেড়ানো — এসব মিলিয়ে এলাকাটি যেন এক জীবন্ত ছায়াছবি। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, “এই নদী আমাদের জীবনের অংশ। বর্ষায় নদীতে মাছ ধরে আর শুকনো মৌসুমে জমিতে ধান চাষ করি। প্রকৃতি আমাদের আশীর্বাদ দিয়েছে।”আত্রাইয়ে বর্তমানে ধান, পাট ও শাকসবজির চাষ উল্লেখযোগ্য পরিমাণে হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। নতুন ভবন নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদান — সব মিলিয়ে শিক্ষা খাতেও এসেছে গতি। তবে কিছু সমস্যাও রয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙন এবং জলাবদ্ধতা অনেক এলাকায় মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কাজ করছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক প্রতিক্রিয়ায় বলেন, “আত্রাই উপজেলার উন্নয়নের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কৃষি, শিক্ষা ও অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে। ভবিষ্যতে এটি আরও উন্নত ও সমৃদ্ধ একটি এলাকা হবে।”সবশেষে বলা যায়, আত্রাই শুধু একটি উপজেলা নয় — এটি এক জীবন্ত নিদর্শন, যেখানে প্রকৃতি, পরিশ্রম ও সম্ভাবনা মিলেমিশে এক নতুন দিগন্ত তৈরি করছে।