রবিবার, ০৬ Jul ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ব্যাটারিচালিত অটোর দখলে সড়ক, ভোগান্তিতে পথচারীরা; চলে গেলেন বোয়ালমারীর বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার রফিকুল ইসলাম কামাল; রক্তাক্ত জুলাই বিপ্লব ‘২৪’ জুলাই গণ-অভ্যুত্থানে আহত-পঙ্গু ও শহীদের স্মরণে আলোচনা ও দু’আ অনুষ্ঠান ; মঠবাড়ীয়ায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন সভাপতি বুলেট সম্পাদক আইয়ুব; তেঁতুলিয়ায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন; কালের বিবর্তনে ‘‘জাঁত’’ শব্দটি এখন শুধু অতীতের গল্প; বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোংলা বন্দর চেয়ারম্যান; কদমতলা ইউনিয়ন বিএনপির  প্রতিবাদ সভা ও মানববন্ধন ; নতুন অর্থবছরের প্রথমদিনেই বন্দর জেটিতে চার বিদেশি জাহাজ; মোংলায় বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা; বেলকুচিতে আম পারতে গিয়ে গাছ থেকে পরেগিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু ; জুলাই ছাএ জনতার আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায় – ইলিয়াস হোসেন মাঝি ; শহীদ আবু সাঈদের রুহের মাগফেরাত কামণা মধ্য দিয়েই জুলাই অগ্রযাত্রা শুরু এনসিপি’র; সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয় -খবিরুল ইসলাম; কালীগঞ্জের কাশীরামে রেকর্ডিয় রাস্তা বাদ দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করে নদীর বালু বিক্রি; বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত মাদারীপুর ৩ আসন এর প্রার্থীর সাথে কালকিনি উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ; আত্রাইয়ে নুরুল ইসলামের মৃত্যু ঘিরে ধুম্রজাল সৃষ্টি ; শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কৃষক দলের বৃক্ষ রোপণ; পিরোজপুর সদর উপজেলা ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত;

মঠবাড়িয়ার মিরুখালি(নাগ্রাভাঙ্গা) গ্রামে প্রতিপক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ ;

স্টাফ রিপোর্টার: আসাদুজ্জামান (মঠবাড়িয়া)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি(নাগ্রাভাঙ্গা) গ্রামের ৮ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য কবির মেম্বার /হাতকাটা কবির মেম্বারের ছেলে ও তার দলবল সহ দুই সহোদর ভাইকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম এবং উল্টো তাদেরকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রয়োগের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী জাফর খানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত এজাহার দ্বায়ের করেন। বাদীর অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায় যে,একই এলাকার মাদকাসক্ত শফিকুল খান (১৯), পিতা- কবির খান,কাইয়ুম খান (২২), পিতা-মৃতঃ কালাম খান, কবির খান (৪৫), ছগির খান (৪০), উভয় পিতা-মৃতঃ রস্তুম খান, সহ অজ্ঞাত নামা ৩/৪ জন গত ০৮-০৬-২০২৫ তারিখ বিকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় তাদের বসত বাড়ীর সামনে রাস্তায় থাকা তাদের শুকনো নাড়া-খড় কুটোতে আগুন দিয়া পোড়াইয়ালে ইহাতে বাধা দেয়ায় মামলার বাদীর স্বামী জাফর খান ও দেবর হেলাল খানের হাতে, পায়ে, পিঠে দেশীয় অস্ত্র দা, রামদা দিয়ে উপর্যুপরি কোপাতে
থাকে। তাদের ডাক চিৎকারে বাড়ির স্ত্রীরা ছুটে আসলে তাদের সাথে ও দস্তাদস্তী ও শ্লীলতাহানি ঘটায় আসামীপক্ষ। ইতোমধ্যে দুইজন আসামী গ্রেফতার হলেও প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। গুরুত্ব যখম নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও নিরাপদ মনে করছে না ভুক্তভোগীরা। প্রতিপক্ষের হুমকি ধামকি ও আতঙ্কে দিশেহারা অসহায় গরীব এই পরিবারটি। গতকাল হাসপাতালে গিয়ে দেখাযায় তাদের এ নির্মম পরিস্থিতি। জাফর খান জান কেঁদে কেঁদে বলেন প্রতিপক্ষরা খুব ই প্রভাবশালী,আমরা অসহায়, গরীব দিনমজুরে কাজ করি। কবির মেম্বার/ হাতকাটা কবির মেম্বারের ছেলেরা সব সময় নেশাগ্রস্ত থাকে এবং মাদকাসক্ত সঙ্গীদের নিয়ে পথে ঘাটে আড্ডায় লিপ্ত থাকে, তাদের ভয়ে স্কুল পড়ুয়া মেয়ে / ছেলেরাও আতংকিত থাকে।তাদের অন্যায় কাজে কেহ ভয়েও বাঁধা দিতে আসে না।
এই মুহূর্তে জাফর খান এবং তার ভাইয়ের প্রয়োজন উন্নত চিকিৎসা যার খরচ চালানোর সামর্থ্য ও তাদের নেই। জাফর খানের পায়ের পাতায় ১২ টি সেলাই লাগছে তার ভাইয়ের হাতের কব্জির উপরে এবং কাধের উপর সেলাইগুলো এবং ব্যাথা ও ক্ষত এখনো শুকায় নি। যথাযথ চিকিৎসার অভাবে অজস্র যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় পরে আছে দুই ভাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান- সম্পূর্ণ অন্যায় ভাবে ই জাফর এবং তার ভাই হেলাল কে কুপিয়ে জখম করেছে,এলাকার মধ্যে ওরা দুই ভাই খুব ই নিরিহ প্রকৃতির,ওদের সাথে এভাবে অন্যায় কাজ করা ঠিক হয়নি। ক্ষমতা থাকলে ই গরীবের উপর অন্যায় ভাবে চড়াও হওয়া ঠিক না।কবির মেম্বারের ছেলে ও সাঙ্গপাঙ্গরা খুব ই খারাপ প্রকৃতির।তাদের বিরুদ্ধে ভয়ে ও কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না।ওদের জন্য এলাকার সাধারণ মানুষরা আতঙ্কিত থাকে।
ভুক্তভোগীরা জানিয়েছেন প্রতিপক্ষরা বিভিন্ন লোকজন পাঠিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তারা এলাকায় লোকজনের কাছে বলে বেড়ায় এই মামলায় জেল খাটালে পূনরায় তাদের এসে কোপাবে। বর্তমানে আতঙ্কিত এই অসহায় গরীব পরিবারটি স্থানীয়। গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা সুশীল সমাজের লোকজন এবং প্রশাসনের কাছে নিরাপদ ভাবে জীবন যাপনের আকুতি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার