মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
এম, তৌহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বরগুনা;
গত ০১/১১/২০২৪ ইং তারিখ বরগুনার গুলিশাখালি ইউনিয়নের গুলিশাখালি গ্রামের ছুরাত গাজির বাড়ির বাগানে দিনমজুরি হিসাবে পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের আমছার আলি মৃধার পুত্র আলি হোসেন ও মোশারেফ হোসেন মৃধা মিরাজ কে গাছে উঠতে বলে মিরাজ অস্বীকার জানান এবং আমার পেটে খুদা পাইছে ভরদুপুরে গাছে উঠতে পারবো না,তাতে কর্নপাত না করে গাছে লাড বেধে মিরাজকে উঠিয়ে দেন। এক পর্যায় দা- দিয়ে কোপাতে গিয়ে একশত হাত উপর থেকে পড়ে ঘাড় ও মেরুদণ্ডে হাড় ভেঙ্গে যায় ও রক্ত খরন হতে থাকে স্থানীয় লোক জনের চাপে মোশারেফ এম্বুলেন্সে আমতলী নেয়ার চেস্টা করলে মিরাজের খালাতো বোন সেলিনার তোপের মুখে পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে জাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে ঢাকা রেফার করা হয়।অভি্যুক্ত রা পটুয়াখালী পাঠাইয়া গা ডাকা দিয়েছে এবং বলেছে মিরাজের বাড়ি কেউ কোন খবর বলবেনা। এ দিকে মিরাজের বড় ভাই আবদুর রউফ জানান আমার ভাইকে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল শ্যামুলিতে ১৩/১১/২০২৪ইং অপারেশন করানো হয় ডাঃ বলেছে তার ঘার থেকে হাঁটু পর্যন্ত মেরুদণ্ডের ও হাটুর সিংহভাগ ভেইন ছিরে টুকরা টুকরা হয়ে গেছে বর্তমানে আইসিইউ তে আছে যারা গাছে উঠাইছে তারা কোন খোজ খবর নেয়নি।অপারেশনের পূর্বে মিরাজ জবানবন্দি দিয়ে বলেন আমি গাছে উঠতে চাইনি জোর করে আলি হোসেন,মোশাররফ ও চান মিয়া উঠাইছে ওরা বলছে কোন সমস্যা হলে দেখবো নে আমরা নিচে আছি।অভিযোগ কারি মোশাররফ ও আলি হোসেন এর মুঠোফোনে ফোন দিলে পাওয়া যায়নি।এলাকা বাসির দাবি অভিযুক্তদের দৃস্টান্ত মুলক শাস্তি হওয়া উচিত।