শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে ব্র্যাকের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; মা ইলিশ সংরক্ষণে তৎপর কোস্ট গার্ড, টহলের পাশাপাশি চালাচ্ছে সচেতনতামূলক প্রচারণা; মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের নির্বাচনী প্রচারণা ; বিশ্ব দৃষ্টি দিবস; জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল; পটুয়াখালী মরিচ বুনিয়া বেল্লাল  হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ ; “বাবাকে নিয়ে কিছু কথা” অবৈধভাবে ক্যাম্প থেকে বের হওয়া ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি; নেছারাবাদে গভীর রাতে ডাকাতির চেষ্টা; পবিত্র আল-কুরআন অবমাননার প্র-তি-বাদে পিরোজপুরে মানববন্ধন ও বি-ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে; তেতুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত ; বিনামূল্যে চক্ষু চিকিৎসা অপর নাম ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল; নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ; বরগুনার গুলিশাখালি হাতিমিয়া দাঃ মাদ্রাসায় ১৫ জন ছাত্রের ১৬ জন শিক্ষক; মঠবাড়ীয়ায় পিরোজপুর বিএনপি’র নবগঠিত জেলা আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত; মোংলায় পুলিশের অভিযানে মাদক সম্রাট আটক; মঠবাড়ীয়া আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত; চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ; মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ,মৎস্যজীবী দলের সভাপতি পিরোজপুর জেলা; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত;

মঠবাড়িয়ার মিরুখালি(নাগ্রাভাঙ্গা) গ্রামে প্রতিপক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ ;

স্টাফ রিপোর্টার: আসাদুজ্জামান (মঠবাড়িয়া)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালি(নাগ্রাভাঙ্গা) গ্রামের ৮ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য কবির মেম্বার /হাতকাটা কবির মেম্বারের ছেলে ও তার দলবল সহ দুই সহোদর ভাইকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম এবং উল্টো তাদেরকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রয়োগের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী জাফর খানের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত এজাহার দ্বায়ের করেন। বাদীর অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায় যে,একই এলাকার মাদকাসক্ত শফিকুল খান (১৯), পিতা- কবির খান,কাইয়ুম খান (২২), পিতা-মৃতঃ কালাম খান, কবির খান (৪৫), ছগির খান (৪০), উভয় পিতা-মৃতঃ রস্তুম খান, সহ অজ্ঞাত নামা ৩/৪ জন গত ০৮-০৬-২০২৫ তারিখ বিকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় তাদের বসত বাড়ীর সামনে রাস্তায় থাকা তাদের শুকনো নাড়া-খড় কুটোতে আগুন দিয়া পোড়াইয়ালে ইহাতে বাধা দেয়ায় মামলার বাদীর স্বামী জাফর খান ও দেবর হেলাল খানের হাতে, পায়ে, পিঠে দেশীয় অস্ত্র দা, রামদা দিয়ে উপর্যুপরি কোপাতে
থাকে। তাদের ডাক চিৎকারে বাড়ির স্ত্রীরা ছুটে আসলে তাদের সাথে ও দস্তাদস্তী ও শ্লীলতাহানি ঘটায় আসামীপক্ষ। ইতোমধ্যে দুইজন আসামী গ্রেফতার হলেও প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। গুরুত্ব যখম নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সেখানেও নিরাপদ মনে করছে না ভুক্তভোগীরা। প্রতিপক্ষের হুমকি ধামকি ও আতঙ্কে দিশেহারা অসহায় গরীব এই পরিবারটি। গতকাল হাসপাতালে গিয়ে দেখাযায় তাদের এ নির্মম পরিস্থিতি। জাফর খান জান কেঁদে কেঁদে বলেন প্রতিপক্ষরা খুব ই প্রভাবশালী,আমরা অসহায়, গরীব দিনমজুরে কাজ করি। কবির মেম্বার/ হাতকাটা কবির মেম্বারের ছেলেরা সব সময় নেশাগ্রস্ত থাকে এবং মাদকাসক্ত সঙ্গীদের নিয়ে পথে ঘাটে আড্ডায় লিপ্ত থাকে, তাদের ভয়ে স্কুল পড়ুয়া মেয়ে / ছেলেরাও আতংকিত থাকে।তাদের অন্যায় কাজে কেহ ভয়েও বাঁধা দিতে আসে না।
এই মুহূর্তে জাফর খান এবং তার ভাইয়ের প্রয়োজন উন্নত চিকিৎসা যার খরচ চালানোর সামর্থ্য ও তাদের নেই। জাফর খানের পায়ের পাতায় ১২ টি সেলাই লাগছে তার ভাইয়ের হাতের কব্জির উপরে এবং কাধের উপর সেলাইগুলো এবং ব্যাথা ও ক্ষত এখনো শুকায় নি। যথাযথ চিকিৎসার অভাবে অজস্র যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় পরে আছে দুই ভাই।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান- সম্পূর্ণ অন্যায় ভাবে ই জাফর এবং তার ভাই হেলাল কে কুপিয়ে জখম করেছে,এলাকার মধ্যে ওরা দুই ভাই খুব ই নিরিহ প্রকৃতির,ওদের সাথে এভাবে অন্যায় কাজ করা ঠিক হয়নি। ক্ষমতা থাকলে ই গরীবের উপর অন্যায় ভাবে চড়াও হওয়া ঠিক না।কবির মেম্বারের ছেলে ও সাঙ্গপাঙ্গরা খুব ই খারাপ প্রকৃতির।তাদের বিরুদ্ধে ভয়ে ও কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না।ওদের জন্য এলাকার সাধারণ মানুষরা আতঙ্কিত থাকে।
ভুক্তভোগীরা জানিয়েছেন প্রতিপক্ষরা বিভিন্ন লোকজন পাঠিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তারা এলাকায় লোকজনের কাছে বলে বেড়ায় এই মামলায় জেল খাটালে পূনরায় তাদের এসে কোপাবে। বর্তমানে আতঙ্কিত এই অসহায় গরীব পরিবারটি স্থানীয়। গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা সুশীল সমাজের লোকজন এবং প্রশাসনের কাছে নিরাপদ ভাবে জীবন যাপনের আকুতি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার