বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার করেছে। টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান,২৭ শে সেপ্টেম্বর ২৫ ইং ০১:১৫ মিনিটের সময় ২ বিজিবির অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক এবং অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানাসহ বিজিবি ও পুলিশের একাধিক দলের সমন্বয়ে বাহারছড়ার দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মাদক পাচারকারী মোঃ ইসমাইল (৩২)-কে আটক এবং তার দেয়া স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনীয় ভাবে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করে। পরে, মাটি খুঁড়ে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সূত্র আরও জানান ,উক্ত ইয়াবার চালানের সাথে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে পলাতক আসামি করা হয়েছে। ধৃত আসামি হলো, টেকনাফের বাহারছড়ার দরগারছড়া গ্রামের (০১ নং ওয়ার্ড এর মৃত শেখ আহম্মদ এর ছেলে মো. ইসমাইল (৩২)
পলাতক আসামিরা হলেন ,টেকনাফের বাহারছড়ার নেয়াখালী পাড়া গ্রামের ইসলাম মিয়া এর ছেলে মোঃ ইয়াসিন। টেকনাফের বাহারছড়া, দরগারছড়া গ্রামের (০১ নং ওয়ার্ড) এর শেখ আহম্মদ এর ছেলে মোঃ তাহের।
জব্দকৃত ইয়াবাসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।