মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলাতে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নিবার্হী অফিসার ইউএনও মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার
তৃষিত কুমার চৌধুরী প্রমূখ।
র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ,স্কুল,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।