বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেলায় টানা তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।
বিশেষ করে খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকদের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটছে। রাস্তাঘাটে যান চলাচলেও দেখা দিয়েছে ধীরগতি, বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী আরও কয়েকদিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। কুয়াশা ও শীতের প্রকোপে জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পাশাপাশি শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।