বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
পবিত্র আল-কুরআনের অবমাননার প্রতিবাদ এবং এর যথাযথ শাস্তির দাবিতে পিরোজপুরে একটি মানববন্ধন চালানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় উলামা মাশায়েখ আঈমা পরিষদের জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাবের সামনের এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা এ সময় নিজেদের বক্তব্যে বলেন, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কুরআনের অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করেছে। বিভিন্ন স্থানে এই বিষয়ে প্রতিবাদের জন্য আওয়াজ উঠেছে এবং পিরোজপুরেও এই প্রতিবাদের অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ধর্ম নিয়ে কেউ খারাপ কথা বললে বা অবমাননা করলে আমরা মুসলমানেরা নিরব থাকতে পারি না। এই অপরাধের উপযুক্ত শাস্তি দিতে হবে। মানববন্ধনের পরে টাউন ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে সমাপ্তি করা হয়।